ওয়ার্ক (২০১৭-এর চলচ্চিত্র)
ওয়ার্ক (ইংরেজি: Work, অনুবাদ 'কর্ম') হল আনিল কারিয়া পরিচালিত ২০১৭ সালের ব্রিটিশ চলচ্চিত্র। ছবিতে একজন কিশোরীর দৃষ্টিকোণ থেকে পৃথিবীকে দেখানো হয়েছে। কিশোরী জেস চরিত্রে অভিনয় করেন জেসমিন ব্রেইনবার্গ।
ওয়ার্ক | |
---|---|
পরিচালক | আনিল কারিয়া |
প্রযোজক | স্কট ওডনেল |
শ্রেষ্ঠাংশে |
|
চিত্রগ্রাহক | বেন ফোর্ডেসম্যান |
সম্পাদক | অ্যামান্ডা জেমস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩ মিনিট |
দেশ | যুক্তরাজ্য |
ভাষা | ইংরেজি |
২০১৭ সালের ২৩শে সেপ্টেম্বর রেইনড্যান্স চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ছবিটি ৭১তম বাফটা পুরস্কারে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়।
কুশীলব
সম্পাদনা- জেসমিন ব্রেইনবার্গ - জেস
- তরেন স্টিল - নৃত্য পরিচালক
- কার্ল প্রেকপ - বাসের ব্যক্তি
- ম্যাথু জুর - বাবা
- ইভোন্নে দালপ্রা - দাদী
- কাউয়ুস ডানকম্ব - স্যাম
- রিনি-মায়া ওয়ার্ডেন - মায়া
- কিরন জেচ্চিনিস - বৃদ্ধ ব্যবসায়ী
- জেমি অ্যাল্ডারসন - তরুণ ব্যবসায়ী
- সু ক্রিস্পিন - মহিলা ব্যবসায়ী
- কোরাল আমিগা - খাদ্য পরিবেশনকারী
- কির্স্টি কারি - পিঠে ব্যাগওয়ালা মহিলা
- নিক ওয়াটারস - তর্করত প্রেমিক
- ইমোজেন ডাইন্স - তর্করত প্রেমিকা
- ক্যাটি অ্যাকারম্যান - গোসলরত তরুণী
পুরস্কার
সম্পাদনা- মনোনীত: শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র - আনিল কারিয়া ও স্কট ওডনেল[১]
- ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট চলচ্চিত্র পুরস্কার
- মনোনীত: শ্রেষ্ঠ ব্রিটিশ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র - ওয়ার্ক
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ রিটম্যান, আলেক্স (৯ জানুয়ারি ২০১৮)। "BAFTA Awards: Nominees, Industry React"। দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে ওয়ার্ক (ইংরেজি)