ওয়ানক্লাইমেট একটি অলাভজনক ইন্টারনেট ভিত্তিক জলবায়ু সংক্রান্ত খবর,সামাজিক কার্যক্রম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম২০০৭ সালে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন চলাকালীন ভার্চুয়াল বালি উদ্যোগের জন্য[১][২] এবং কোপেনহেগেনে কোপ১৫ চলাকালীন এটি সবার নজরে আসে।[৩]

ওয়ানক্লাইমেট
ধরনঅলাভজনক সংস্থা
শিল্পইন্টারনেট সাইট
প্রতিষ্ঠাকালবসন্তকাল ২০০৬
সদরদপ্তরলন্ডন,ব্রিটেন
কর্মীসংখ্যা
ওয়েবসাইট[১]

ওয়ানক্লাইমেট অনুরাধা ভিত্তাচি এবং পিটার আর্মস্ট্রং যুগ্মভাবে গঠন করে,তারা একইসাথে ওয়ানওয়ার্ল্ড.নেট এর ও কর্ণধার।

২০০৭ সালের ডিসেম্বরে এড মারকে প্রথমবারের মতন দ্বিতীয় জীবনের মাধ্যমের কথা উল্লেখ করেন আমেরিকার রাজনীতিতে যার মধ্যে দিয়ে বালিতে ইউএনএফসিসি এর প্রতিনিধিরা ওয়ানক্লাইমেট এর ভার্চুয়াল বালি ইভেন্টে অংশ নেয়।[৪] এটি ধারণা করা হয়েছিল যে রেপ মার্কে থেকে বালিতে উড্ডয়ন না করায় ৫.৫ টন কার্বন ডাইঅক্সাইড সঞ্চয় হবে।[৫] I

একই বছর ওয়ানক্লাইমেট পোল্যান্ডে কোপ১৪[৬] এর জন্য ভার্চুয়াল পোজনান পরিচালনা করে যাতে বিখ্যাত বক্তাদের মধ্যে ইউএনএফসিসির সচিব য়ভ দি বোর [৭] এবং দি এজ অফ স্টুপিড এর পরিচালক, ফানি আর্মস্ট্রং ও উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটি একাধারে প্রতিদিন সন্ধ্যায় ওয়ানক্লাইমেট এর ওয়েবসাইটে এবং সেকেন্ড লাইফে প্রচারিত হয়।

২০১০ সালের মে মাসে দি গার্ডিয়ান ওয়ানক্লাইমেট কে টুইটারে ৫০ জন বিখ্যাত মানুষের মধ্যে উল্লেখ করে।[৮]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Phillips, Sarah (২০০৭-১২-০৭)। "Virtual climate change"The Guardian (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  2. "OneClimate. Guerrand-Hermès Foundation for Peace"। ২০০৯-০৭-১২। ২০০৯-০৭-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  3. "OneClimate. The Communication Initiative Network"। ২০১২-০২-১৫। ২০১২-০২-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  4. Eilperin, Juliet (ডিসেম্বর ১১, ২০০৭)। "For U.S., Policy Discord Plays Out at Bali Climate Change Talks"Washington Post। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  5. David Fogarty (২০০৭-১২-১১)। "The virtue in being virtual in Bali"। Reuters। ২০০৯-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-০৭ 
  6. "Conference COP14"। ২০০৯-০৪-১৭। ২০০৯-০৪-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  7. "Virtual Poznan - Interview with Yvo de Boer", YouTube (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০১৯-১০-১৪ 
  8. Vaughan, Adam (২০১০-০৫-১১)। "Top 50 Twitter climate accounts to follow"The Guardian। London। 

বহিঃসংযোগ সম্পাদনা