ওয়াজ নদী
ওয়াজ (ফরাসি: Oise) পশ্চিম ইউরোপের একটি নদী। নদীটি দক্ষিণ বেলজিয়ামের আর্দেন অঞ্চল থেকে উৎপন্ন হয়ে মোটামুটি দক্ষিণ-পশ্চিম দিকে ফ্রান্সের নর, এন, ওয়াজ, ভাল-দোয়াজ এবং ইভলিন দেপার্ত্যমঁগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পোঁতোয়াজ শহরের কাছে সেন নদীর সাথে মিলিত হয়েছে। নদীটি ৩০২ কিলোমিটার দীর্ঘ। ১ম বিশ্বযুদ্ধে ওয়াজ নদীতে ফরাসি সেনারা ব্যাপক আক্রমণের শিকার হয় এবং জার্মানরা এখানেই বিজয়ের জন্য সর্বশেষ বড় প্রচেষ্টা চালায়।
ওয়াজ নদী | |
---|---|
দেশ | France, Belgium |
অববাহিকার বৈশিষ্ট্য | |
মোহনা | Seine ৪৮°৫৯′১২″ উত্তর ২°৪′১৭″ পূর্ব / ৪৮.৯৮৬৬৭° উত্তর ২.০৭১৩৯° পূর্বস্থানাঙ্ক: ৪৮°৫৯′১২″ উত্তর ২°৪′১৭″ পূর্ব / ৪৮.৯৮৬৬৭° উত্তর ২.০৭১৩৯° পূর্ব |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
দৈর্ঘ্য | 302 km |