ওয়াখান জেলা

আফগানিস্তানের জেলা

ওয়াখান জেলা পূর্ব আফগানিস্তানের বাদাখশন প্রদেশের ২৮ টি জেলার মধ্যে অন্যতম একটি জেলা। জেলাটিতে মোট জনসংখ্যা প্রায় ১৩,০০ জন বাসিন্দাদের বসতবাড়ি রয়েছে। জেলাটিতে তিনটি আন্তর্জাতিক সীমানা রয়েছে: উত্তরে তাজিকিস্তান, দক্ষিণে পাকিস্তান (বিশেষ করে গিলগিট-বেলতিস্তান এবং চিত্রল) এবং পূর্বে চীনের সাথে আফগানিস্তানের সীমানা রয়েছে। জেলাটির রাজধানী শহর খন্দদ গ্রাম যেখানে জনসংখ্যার প্রায় ১,২৪৪ জন বাসিন্দাদের বসতভিটা রয়েছে।

ওয়াখান জেলা
واخان (পশতু) (ফার্সি) · Вахон (তাজিক)
জেলা
বাদাখশন প্রদেশের মধ্যে ওয়াকান জেলা অবস্থান করছে
বাদাখশন প্রদেশের মধ্যে ওয়াকান জেলা অবস্থান করছে
দেশআফগানিস্তান
প্রদেশবাদাখশন
রাজধানীখান্দুদ
জনসংখ্যা
 • মোট১৩,০০০
ওয়াখান জেলার প্রাকৃতিক দৃশ্য

বহিঃসংযোগ সম্পাদনা