ওম প্রকাশ যাদব হলেন হরিয়ানা বিধানসভাবিজেপির একজন সদস্য। তিনি হরিয়ানার নারনাউল বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। [১][২] তিনি ২০১৯ সালের হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে নারনাউল আসন থেকে জিতেছিলেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Haryana Vidhan Sabha MLA"। haryanaassembly.gov.in। ২৫ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২১ 
  2. My Neta