ওমনা জেলা

আফগানিস্তানের জেলা

ওমনা জেলা (পশতু: اومنه ولسوالۍ, ফার্সি: ولسوالی اومنه) আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের একটি অন্যতম জেলা। ২০০৪ সালে জেলাটি জেলাটি গঠন করা হয়েছিল। আফগানিস্তানের অন্যান্য জেলার মত জেলাটিতে সঠিক জনসংখ্যার কোন তথ্য পাওয়া যায়নি।

২০১৪ সালে ওমনা জেলায় আফগান স্থানীয় পুলিশ এবং অন্যান্য আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী পর্বতটিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।