ঐক্যবদ্ধ নারী সমাজ

ঐক্যবদ্ধ নারী সমাজ বাংলাদেশের নারীর অধিকার ও উন্নয়নের জন্য কর্মরত সংগঠনগুলোর একটি জোট। এটি বিংশ-শতাব্দির '৮০-এর দশকে স্বৈরাচার বিরোধী গণআন্দোলনের সময় ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহণ করে।[১]

ঐক্যবদ্ধ নারী সমাজ
প্রতিষ্ঠাকালসুফিয়া কামাল, ১৯৮০-এর দশক[১]
ধরনঅ-রাজনৈতিক, নারী উন্নয়ন
অবস্থান
  • সমগ্র বাংলাদেশ দেশব্যাপী, সদর দপ্তর ঢাকায়
পরিষেবাআইনি সহায়তা, সরাসরি প্রচারণা
ক্ষেত্রসমূহনারী অধিকার সুরক্ষিতকরণ
সদস্য
অন্তর্ভুক্ত ১৭টি সংগঠনের সদস্য এবং সমর্থক
মূল ব্যক্তিত্ব
আহ্বায়ক

জোট গঠনে অংশগ্রহণকারী সংগঠন সম্পাদনা

ঐক্যবদ্ধ নারী সমাজ বাংলাদেশের ১৭ টি নারী সংগঠনের একটি জোট।[২] এই জোটের অন্তর্ভুক্ত সংগঠনগুলো হলো:

  • বাংলাদেশ মহিলা পরিষদ
  • সপ্তগ্রাম নারী স্বনির্ভর পরিষদ

গঠনের ইতিহাস সম্পাদনা

মূলত বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগেই এই জোটের আত্মপ্রকাশ ঘটে এবং বেগম সুফিয় কামাল ছিলেন এর আহ্বায়ক। এতে আরো ছিলেন শিরিন আখতার, মালেকা বেগম, বেলা নবী, কাজী সুফিয়া আখতার প্রমুখ।

লক্ষ্য ও উদ্দেশ্য সম্পাদনা

এই জোট গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ করা হয় কতগুলো বিষয়কে সামনে রেখে; তার মধ্যে ছিলো:

  • নারীর প্রতি সহিংসতা হ্রাসে নতুন আইন প্রবর্তন;
  • নারীর অংশীদারীত্ব বৃদ্ধি;
  • জাতীয় সংসদে নারী সদস্য নির্বাচনে সরাসরি ভোটের ব্যবস্থা করা;[৩]
  • যেকোন নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেয়ার সময় রাজনৈতিক দলগুলো ২০% আসন নারীদের জন্য সংরক্ষিত রাখার বিধান চালু করা[৩] প্রভৃতি।

আরও দেখুন সম্পাদনা

  • বাংলাদেশ মহিলা পরিষদ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "কী অন্যায় করেছি, বল..."। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০১৯ 
  2. Prothom Alo | Most popular bangla daily newspaper[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. :: Ubinig ::