এস. ভি. রঙ্গন্না

ভারতীয় লেখক

এস. ভি. রঙ্গন্না (২৪ ডিসেম্বর ১৮৯৮ - ১৯৮৭) কন্নড় ভাষার একজন লেখক ছিলেন। তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ের একজন ইংরেজি অধ্যাপক ছিলেন। রাঙ্গা বিন্নাপা -তে তাঁর দার্শনিক প্রতিফলনের জন্য তিনি কন্নড় সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছেন।[তথ্যসূত্র প্রয়োজন] তার অন্যান্য কাজের মধ্যে হাসিয়াও ছিল। [১] তাঁর স্ত্রী ছিলেন ইন্দিরাম্মা। [২]

তিনি ১৯৭৬ সালে শিবমোগায় অনুষ্ঠিত কন্নড় সাহিত্য পরিষদের ৪৯তম অধিবেশনের সভাপতিত্ব করেন। [৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Books by S.V. Ranganna (Author of Haasya)"www.goodreads.com। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৫ 
  2. "S.V.Ranganna"geni_family_tree। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৫ 
  3. Balasubrahmanya, N. (১৯৮৯)। S.V. RangannaMakers of Indian Literature। Sahitya Akademi। ওসিএলসি 24017423