এস৫-এইচভিএস১

নক্ষত্র

এস৫-এইচভিএস১ হচ্ছে একটি এ-টাইপ প্রধান ক্রম নক্ষত্র যেটি সবচেয়ে দ্রুতগতির নক্ষত্র হিসেবে ২০১৯ সালে শনাক্ত করা হয় এবং গতিবেগ পরিলক্ষিত হয় ১,৭৫৫ কিলোমিটার/সেকেন্ড (৩,৯৩০,০০০ মাইল/ঘণ্টা)। নক্ষত্রটি দক্ষিণ আকাশের গ্ৰুস (বা ক্রেন) নক্ষত্রমণ্ডলে, পৃথিবী থেকে প্রায় ২৯,০০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত।[১]

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Overbye, Dennis (১৪ নভেম্বর ২০১৯)। "A Black Hole Threw a Star Out of the Milky Way Galaxy - So long, S5-HVS1, we hardly knew you."The New York Times। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০১৯