এসিম্বি ভাষা হচ্ছে ক্যামেরুনের রাষ্ট্রীয় ভাষা। একে সাধারণত টিভোইড হিসাবে শ্রেণীবদ্ধ করা হচ্ছে, কিন্তু সামান্য প্রমাণ রয়েছে। এছাড়াও একে ইসিম্বি, সিম্পি, এজ, এএজ, বগু এবং মবুরুগাম বলা হয়।

এসিম্বি
অঞ্চলদক্ষিণপশ্চিম ক্যামেরুন
মাতৃভাষী
২০,০০০ (১৯৮২)[১]
ভাষা কোডসমূহ
আইএসও ৬৩৯-৩ags
গ্লোটোলগesim1238[২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. এথ্‌নোলগে এসিম্বি (১৮তম সংস্করণ, ২০১৫)
  2. হ্যামারস্ট্রোম, হারাল্ড; ফোরকেল, রবার্ট; হাস্পেলম্যাথ, মার্টিন, সম্পাদকগণ (২০১৭)। "এসিম্বি"গ্লোটোলগ ৩.০ (ইংরেজি ভাষায়)। জেনা, জার্মানি: মানব ইতিহাস বিজ্ঞানের জন্য ম্যাক্স প্লাংক ইনস্টিটিউট।