এশীয় মিডিয়া তথ্য ও যোগাযোগ কেন্দ্র

এশীয় মিডিয়া তথ্য ও যোগাযোগ কেন্দ্র (ইংরেজি: Asian Media Information and Communication Centre), সিঙ্গাপুরের একটি নিবন্ধিত দাতব্য সংস্থা যা এশিয়ার মিডিয়া এবং যোগাযোগ উন্নয়নের জন্য ফ্রিডরিখ-এবার্ট-স্টিফটাংয়ের মূলধন তহবিল সহায়তায় প্রতিষ্ঠিত। এটি মূলত এশীয় গণযোগাযোগ গবেষণা ও তথ্য কেন্দ্র নামে পরিচিত ছিল।

বই এবং প্রতিবেদনগুলি ছাড়াও এটি এশীয় গণযোগাযোগ বুলেটিন এবং এশিয়ান জার্নাল অব কমিউনিকেশন পত্রিকা প্রকাশ করে। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Lent, John A. (১৯৭৫)। "Asian mass communications: Selected information sources": 321–340। ডিওআই:10.1080/08838157509363794 

বহিঃসংযোগ সম্পাদনা