এল বাছিয়া মাদ্রাসা
আল-বাশিয়া মাদ্রাসা (আরবি: المدرسة الباشية) তিউনিশিয়ার তিউনিসে অবস্থিত একটি মাদ্রাসা। মাদ্রাসাটি বুকসেলার্স সড়কে অবস্থিত। [১] মাদ্রাসাটি আল-জায়াতুনা মসজিদের নিকটে এবং গুয়াচাইন হাম্মামের (গোসলখানা) সামনে অবস্থিত।
المدرسة الباشية | |
ধরন | মাদ্রাসা |
---|---|
স্থাপিত | ১৭৫২ |
প্রতিষ্ঠাতা | প্রথম আবু এল-হাসান আলী |
ধর্মীয় অধিভুক্তি | ইসলাম |
ঠিকানা | তিউনিস , |
ইতিহাস
সম্পাদনা১৭৫২ সালে হোসেন রাজত্বের প্রথম আবু এল-হাসান আলী সময়কালে মাদ্রাসাটি নির্মাণ করা হয়। মাদ্রাসাটি হানাফি অনুসারীদের পাঠদান করে। [১]
১৯৮০-এর দশকে এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ ও কর্মসংস্থান মন্ত্রালয়ের সহায়তায় মাদ্রাসাটি প্রশিক্ষণ কেন্দ্র হিসাবেও পুননির্মাণ করা হয়। [১]
বর্ণনা
সম্পাদনামাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য ১৩ টি কক্ষ, একটি প্রার্থনার ঘর এবং একটি পাঠাগার রয়েছে। [১] মাদ্রাসার প্রবেশপথের কাছে একটি সর্বসাধারণের জন্য একটি ঝর্ণা রয়েছে। পরবর্তীতে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়।
মাদ্রাসা ভবনটি মাদ্রাসার চিরায়ত স্থাপত্যের আদলে নির্মাণ করা হয়েছে। উঠানটি তিন দিকের চারপাশের বারান্দাগুলোর মাধ্যমে কক্ষগুলিতে যাবার পথ তৈরি করেছে এবং চতুর্থ দিক দিয়ে প্রার্থনা কক্ষ এবং গ্রন্থাগারটিতে যাবার পথ আছে।
-
মাদ্রাসার দরজা
-
ফলক
-
মাদ্রাসার প্রবেশপথের গলি
-
মাদ্রাসার প্রাঙ্গণ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ "Médersa Al Bachiya"। commune-tunis.gov.tn (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- "Medersa el Bachia"। culture.alecso.org (ফরাসি ভাষায়)। ১২ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৬।