এল. এন. সিনহা

ভারতীয় আইনজীবী

লাল নারায়ণ সিনহা একজন আইনজীবী ছিলেন, যিনি ৯ আগস্ট ১৯৭৯ থেকে ৮ আগস্ট ১৯৮৩ সাল ভারতের অ্যাটর্নি জেনারেল হিসেবে এবং ১৭ জুলাই ১৯৭২ থেকে ৫ এপ্রিল ১৯৭৭ পর্যন্ত ভারতের সলিসিটর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি পাটনা বিশ্ববিদ্যালয়ের পাটনা আইন কলেজে শিক্ষা লাভ করেন।

সিনহা ছিলেন প্রথম অ্যাটর্নি জেনারেল যিনি পদে থাকাকালীন একটি ব্যক্তিগত পক্ষের প্রতিনিধিত্ব করেছিলেন। [১] ভারতের সলিসিটর জেনারেল হওয়ার আগে, তিনি বেশ কয়েক বছর বিহারের অ্যাডভোকেট জেনারেল ছিলেন।

পরিবার সম্পাদনা

তাঁর ছেলে ললিত মোহন শর্মা ভারতের প্রধান বিচারপতি হন। তার নাতি বিচারপতি পার্থসারথি বর্তমানে পাটনা হাইকোর্টে বিচারক হিসেবে কর্মরত। [২] [৩] [৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Rakesh Bhatnagar (১৩ জুলাই ২০১৫)। "India allows its top law officers to represent private clients. But should it?"। Scroll.in। সংগ্রহের তারিখ ১৬ আগস্ট ২০১৬ 
  2. TNN (২০০৯-০১-১৯)। "Alumni to restore pristine glory of Patna Law College"The Times of India। ২০১৩-০১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১১-১৮ 
  3. Patna University। "Patna Law College"Patna University। ২০১২-০৬-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-১১-০৯ 
  4. Setalvad, Motilal C. (২০১২)। My Life: Law and other things। Universal Law Publishing Co.। আইএসবিএন 978-81-7534-141-8