এলেয়ার জিনো

গ্রিক দার্শনিক

এলেয়ার জিনো (প্রাচীন গ্রিক: Ζήνων Έλεάτης জ়্দ্যানন্‌ এলেয়াত্যাস্‌, আধুনিক গ্রিক: Ζήνων ο Ελεάτης জ়িনন্‌ অ এলেয়াতিস্‌) (খ্রিস্টপূর্ব ৪৯০খ্রিস্টপূর্ব ৪৩০)[১] একজন গ্রিক দার্শনিক ছিলেন।

জিনো
Zeno of Elea Tibaldi or Carducci Escorial.jpg
জিনো সত্য ও মিথ্যার দরজা দেখাচ্ছেন।
জন্মআনু. ৪৯৫ খ্রিস্টপূর্ব
মৃত্যুআনু. ৪৩০ খ্রিস্টপূর্ব (বয়স প্রায় ৬৫)
এলিয়া বা সাইরাকিউস
যুগপ্রাক-সক্রেটিস দর্শন
অঞ্চলপশ্চিমা দর্শন
ধারাএলিয়াটিক শাখা
প্রধান আগ্রহ
অধিবিদ্যা, Ontology
উল্লেখযোগ্য অবদান
জিনোর হেঁয়ালি
ভাবগুরু

জীবনীসম্পাদনা

জিনোর জীবনী সম্পর্কে খুব অল্প জানা গেছে। যদিও জিনোর মৃত্যুর প্রায় এক শতাব্দী পরে লেখা হয়েছে, জিনো সম্পর্কে জীবনীমূলক তথ্যের প্রারম্ভিক উৎস হল প্লেটোর পার্মিনিদিস[২] এবং এরিস্টটলের ফিজিক্স বইতেও তার উল্লেখ রয়েছে।[৩] পার্মিনিদিস-এর সংলাপে প্লেটো জিনো ও পার্মেনিদিসের ধ্রুপদী এথেন্সে ভ্রমণের বর্ণনা করেন, যখন পার্মিনিদিসের বয়স ছিল "প্রায় ৬৫", জিনোর "৪০-এর কাছাকাছি" এবং সক্রেটিস "খুবই তরুণ" ছিলেন।[৪] ধারণা করা হয় সক্রেটিস তখন ২০ বছরের কাছাকাছি ছিলেন এবং সক্রেটিসের জন্ম ৪৬৯ খ্রিস্টপূর্ব ধরে জিনোর সম্ভাব্য জন্মের সাল ধরা হয় ৪৯০ খ্রিস্টপূর্ব। প্লেটো বলেন জিনো দেখতে লম্বা ও সুন্দর ছিলেন এবং তার তারুণ্যের দিনগুলিতে পার্মেনিদিস তাকে পছন্দ করতেন।[৪]

তথ্যসূত্রসম্পাদনা

  1. Zeno of Elea - Greek philosopher and mathematician (ইংরেজি ভাষায়)। 
  2. প্লেটো (আনু. ৩৮০ – ৩৬৭ খ্রিস্টপূর্ব)। Parmenides, বেঞ্জামিন জোয়েট কর্তৃক অনুবাদকৃত। ইন্টারনেট ক্লাসিক আর্কাইভ।
  3. এরিস্টটল (আনু. মধ্য ৪র্থ শতাব্দী খ্রিস্টপূর্ব), Physics ২৩৩a ও ২৩৯b।
  4. প্লেটো, Parmenides ১২৭b–e.

বহিঃসংযোগসম্পাদনা