এলুরু (গ্রামীণ)

এলুরুর শহরতলী

এলুরু গ্রামীণ হলো ভারতের অন্ধ্র প্রদেশের পশ্চিম গোদাবরী জেলার এলুরু শহরের একটি আংশিক আউট গ্রোথ। এটি এলুরু রাজস্ব বিভাগের এলুরু মণ্ডলে অবস্থিত। এছাড়া এটি এলুরুর পৌরসভার একটি আসন।[১]

এলুরু (গ্রামীণ)
আউট গ্রোথ
এলুরু (গ্রামীণ) অন্ধ্রপ্রদেশ-এ অবস্থিত
এলুরু (গ্রামীণ)
এলুরু (গ্রামীণ)
অন্ধ্র প্রদেশের মানচিত্রে অবস্থান
স্থানাঙ্ক: ১৬°৪৩′১৪″ উত্তর ৮১°০৬′৩১″ পূর্ব / ১৬.৭২০৬২০° উত্তর ৮১.১০৮৪৮০° পূর্ব / 16.720620; 81.108480
দেশভারত
রাজ্যঅন্ধ্র প্রদেশ
জেলাপশ্চিম গোদাবরী
আয়তন[১]
 • মোট২৯.৭ বর্গকিমি (১১.৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২২,৪৫৭
 • জনঘনত্ব৭৬০/বর্গকিমি (২,০০০/বর্গমাইল)
ভাষা
 • দাপ্তরিকতেলুগু
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+০৫:৩০)
পিআইএন৫৩৪ ০০৪

ভূগোল সম্পাদনা

এটি কোল্লেরু হ্রদের উত্তর দিকে অবস্থিত।[২]

পরিবহন সম্পাদনা

অন্ধ্র প্রদেশ রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশন এলুরু ও ভীমাবরম থেকে এলুরু গ্রামীণ পর্যন্ত বাস পরিবহন করে।[৩] এলুরু হলো নিকটবর্তী রেলওয়ে স্টেশন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "District Census Handbook - West Godavari" (PDF)Census of India। পৃষ্ঠা 14,278। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৫ 
  2. "58,000 houses for West Godavari district" 
  3. "Donations sought for laying of roads"