এলিজাবেথ লিকটেনবার্গার

অস্ট্রীয় অধ্যাপক

এলিজাবেথ লিকটেনবার্গার (১৭ ফেব্রুয়ারি ১৯২৫ - ১৪ ফেব্রুয়ারি ২০১৭) ছিলেন একজন অস্ট্রীয় ভূগোলবিদ। তার গবেষণার কেন্দ্রবিন্দু ছিলো নগর ভূগোল এবং পর্বত গবেষণা, বিশেষত মধ্য ও পূর্ব ইউরোপ এবং উত্তর আমেরিকা নিয়ে। তিনি ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন এবং ১৯৯৯ সালে অস্ট্রীয় সজ্জা বিজ্ঞান ও শিল্পের জন্য ভূষিত হন। [] তিনি ছিলেন ব্রিটিশ একাডেমির সহকর্মী, একাডেমিয়া ইউরোপিয়া এবং অস্ট্রিয়ান একাডেমি অফ সায়েন্সেসের সদস্য,[] এবং শিকাগো বিশ্ববিদ্যালয় এবং লিপজিগ বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেটসধারী।

এলিজাবেথ লিকটেনবার্গার
১৯৮৪ সালে লিকটেনবার্গার
জন্ম

তিনি ১৯২৫ সালের ১ ফেব্রুয়ারি ভিয়েনায় জন্মগ্রহণ করেছিলেন এবং ১৪ ফেব্রুয়ারি ২০১৭ সালে ৯১ বছর বয়সে মারা গিয়েছিলেন। [][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Österreichisches Ehrenzeichen für Wissenschaft und Kunst Kurie für Wissenschaft" (পিডিএফ) (জার্মান ভাষায়)। Government of the Republic of Austria। ৫ মার্চ ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৭ 
  2. "Trauer um Elisabeth Lichtenberger" (জার্মান ভাষায়)। Austrian Academy of Sciences। ৪ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১৭