এরিক অ্যালিন কর্নেল

২০০১ সালে নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী
(এরিক এলিন কর্নেল থেকে পুনর্নির্দেশিত)

এরিক অ্যালিন কর্নেল (ইংরেজি: Eric Allin Cornell) একজন নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

এরিক অ্যালিন কর্নেল
কর্নেল, জুন ২০১৫
জন্ম (1961-12-19) ১৯ ডিসেম্বর ১৯৬১ (বয়স ৬২)
জাতীয়তামার্কিন
মাতৃশিক্ষায়তনম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণবোস-আইনস্টাইন ঘনীভবন
পুরস্কারবাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার (১৯৯৭)
লোরেন্‌ৎস পদক (১৯৯৮)
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০০১)
Benjamin Franklin Medal in Physics (২০০০)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপদার্থবিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অফ কলোরাডো বোল্ডার
National Institute of Standards and Technology (NIST)
JILA

কর্নেল ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে জন্মগ্রহণ করেন। উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শেষে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়-এ ভর্তি হন। ১৯৮৫ সালে তিনি ডিস্টিংশন সম্মানসহ স্নাতক হন। তিনি ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ১৯৯০ সালে পিইচডি উপাধি অর্জন করেন।

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা