এয়ারবাস এ৩৮০

ওয়াইড-বডি, ডাবল-ডেক, চার ইঞ্জিনের বিমান, বর্তমানে বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান

এয়ারবাস এ৩৮০ (ইংরেজি: Airbus A380) একটি দ্বিতল, সুপ্রশস্থ, চার ইঞ্জিন বিশিষ্ট বৃহৎ যাত্রীবাহী জেট বিমান যার নির্মাতা ইউরোপীয় ইএডিএস অঙ্গ প্রতিষ্ঠান এয়ারবাস। এটি বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী বিমান এবং বিশালাকায় এই বিমানের স্থানসংকুলানের জন্য বহু বিমানবন্দরকে তাদের সুবিধাদি সম্প্রসারণ করতে হয়েছে । বৃহদাকার বিমানের বাজারে বোয়িং এর একাধিপত্যকে চ্যালেঞ্জ করতই এই বিমানের নকশা করা হয়েছে। এ ৩৮০ প্রথমবারের মত আকাশে ওড়ে ২০০৫ সালের ২৭শে এপ্রিল এবং সিঙ্গাপুর এয়ারলাইনস এর মাধ্যমে ২০০৭ সালে প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। এই বিমানটি প্রাথমিক নির্মানকালীন অনেকটা সময় এয়ারবাস A3XX নামে পরিচিত ছিল, পরবর্তীতে একে এ৩৮০ নামটি দেয়া হয়।

এ৩৮০
ভূমিকা প্রসশ্ত-দেহ,দ্বিতল (জেট বিমান)
উৎস দেশ Multi-national
নির্মাতা এয়ারবাস
প্রথম উড্ডয়ন ২৭ এপ্রিল ২০০৫
প্রবর্তন সিঙ্গাপুর এয়ারলাইন্সের সাথে ২৫ অক্টোবর ২০০৭
অবস্থা নির্মিত , পরিষেবা প্রদান
মুখ্য ব্যবহারকারী এমিরেটস এয়ারলাইন্স
সিঙ্গাপুর এয়ারলাইন্স
কোয়ান্টাস
লুফ্‌টহানজা
নির্মিত হচ্ছে ২০০৪ থেকে
নির্মিত সংখ্যা ৮৫ ৩ ফেব্রুয়ারি ২০১২ (2012-02-03)-এর হিসাব অনুযায়ী[]
ইউনিট খরচ মার্কিন$৩৮৯.৯ million[] (approx. 300 million or জিবি £252 million)

এ৩৮০ এর ওপরতলা বিমানের মূল কাঠামোর সম্পূর্ণ দৈর্ঘ্য বরাবর বিস্তৃত যা প্রস্থেও একটি বড় বিমানের সমান। এর ফলে একটি এ৩৮০–৮০০ বিমানের কেবিনের মেঝের আয়তন ৪৭৮ বর্গমিটার (৫,১৪৫.১ বর্গফুট); এটি ৪৯% বেশি দ্বিতীয় বৃহত্তম বিমান বোয়িং ৭৪৭ এর থেকে যার আয়তন ৩২১ বর্গমিটার (৩,৪৫৫.২ বর্গফুট)। একটি এ৩৮০ বিমানে তিন শ্রেনীর আসন ব্যবস্থায় ৫২৫ জনের বসার ব্যবস্থা করা যায় এবং পুরো বিমানে শুধু সুলভ শ্রেনীর আসনের ব্যবস্থা করা হয়ে ৮৫৩ জনের বসার জায়গা হয়। এর নকশাগত একটানা উড্ডয়ন ক্ষমতা ১৫,৪০০ কিলোমিটার (৯,৬০০ মাইল বা ৮,৩০০ নটিক্যাল মাইল) যা নিউ ইয়র্ক থেকে হংকং পর্যন্ত উড়ে যাবার জন্য যথেষ্ট এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ০.৮৫ মাখ (প্রায় ৯০০ কিলোমিটার বা ৫৬০ মাইল প্রতি ঘণ্টা)।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "A380 production list"। মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১১ 
  2. "New pricelist 2012"। Airbus.com। ১৯ জানুয়ারি ২০১১। ৬ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১১ 

বহিঃসংযোগ

সম্পাদনা