এম সি চক্রবর্তী

ভারতীয় পরিসংখ্যানবিদ

মুকুন্দ চাঁদ চক্রবর্তী (মৃত্যু ১৯৭২) ছিলেন ব্রিটিশ ভারতের বঙ্গের একজন পরিসংখ্যানবিদ। তিনি ভারতের মুম্বাই বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা প্রধান ছিলেন৷ ১৯৪৮ সালে বিভাগটির প্রতিষ্ঠা থেকে ১৯৭২ সাল অবধি আ-মৃত্যু তিনি এর দায়িত্বে ছিলেন।[] পরে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগটি ১৯৬৩ সালে অধ্যাপক এস এস শ্রীখণ্ডের নির্দেশে প্রতিষ্ঠিত হয়েছিল।

এম সি চক্রবর্তী
জন্ম
মৃত্যু১৯৭২
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পরিচিতির কারণপরীক্ষার জন্য নকশা
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রপরিসংখ্যান
প্রতিষ্ঠানসমূহমুম্বাই বিশ্ববিদ্যালয়
ডক্টরেট শিক্ষার্থীদামাসজু রাঘভারাও, বি.ভি. শাহ্, এম. এন. ভারতাক[]

চক্রবর্তী পরীক্ষার নকশায় তার কাজের জন্য পরিচিত ছিলেন।[] তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীদেরকে পরিসংখ্যানে পিএইচডি করার কাজে সাহায্য করেছিলেন। তিনি পুনে বিশ্ববিদ্যালয়ের সাথেও যুক্ত ছিলেন যেখানে পরীক্ষার নকশার উপর তাঁর নোট পড়ানো হত এবং তিনি সেখানের ব্যবহারিক পরীক্ষায় সময় বহিঃনিরীক্ষক হিসেবে আসতেন।

১৯৭২ সালে মুম্বাইয়ে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

নির্বাচিত কাজ

সম্পাদনা
  • A note on skewness and kurtosis (স্কিউনেস এবং কুর্তোসিস সম্পর্কিত একটি নোট), এম সি চক্রবর্তী - বুল কলিকাতা সোক ম্যাথ, ১৯৪৬
  • এম সি চক্রবর্তী, On the C-matrix in design of experiments (পরীক্ষণ নকশায় সি-ম্যাট্রিক্সে), জে ইন্ডিয়ান স্ট্যাটিস্ট. অ্যাসো. ১ (১৯৬৩), ৮-২৩।
  • On the use of incidence matrices of designs in sampling from finite populations (সীমাবদ্ধ জনগোষ্ঠী থেকে নমুনা তৈরির ক্ষেত্রে নকশার ম্যাট্রিকের ব্যপ্তি ব্যবহার), এমসি চক্রবর্তী - ভারতীয় পরিসংখ্যান সমিতির জার্নাল, ১৯৬৩
  • On the ratio of the mean deviation to standard deviation (মানক বিচ্যুতিতে গড় বিচ্যুতির অনুপাতের ভিত্তিতে), এমসি চক্রবর্তী - কলকাতা স্ট্যাটিস্টিকাল অ্যাসোসিয়েশন বুলেটিন
  • [বই] Mathematics of design and analysis of experiments (নকশা এবং পরীক্ষার বিশ্লেষণে গণিত), এমসি চক্রবর্তী - ১৯৬২ - orton.catie.ac.cr

তথ্যসূত্র

সম্পাদনা
  1. গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে এম সি চক্রবর্তী
  2. Dixit, Ulhas J.; Satam, Meena R. (১৯৯৯)। Dedicated to MC Chakrabarti, Book (Papers) – Statistical Inference and Design of Experiments। Narosa Publishing House। আইএসবিএন 978-81-7319-281-4 
  3. "1953-1960"University of Pune। ২১ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

সম্পাদনা