এম.পি. বিড়লা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ

সংস্থা

এম. পি. বিড়লা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ হল একটি প্রাকৃতিক ও প্রয়োগ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান[৩] ও সোসাইটি। প্রতিষ্ঠানটির সদর দফতর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় অবস্থিত। এর পরিচালক জ্যোতির্পদার্থবিদ ডক্টর জিএসডি বাবু।

এম.পি. বিড়লা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ
ধরনগবেষণা প্রতিষ্ঠান
আইনি অবস্থা১৯৬১ সালের পশ্চিমবঙ্গ সমিতি আইনের অধীনে নিবন্ধিত[১]
উদ্দেশ্যজ্যোতির্বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞানজ্যোতির্পদার্থবিদ্যার জন্য গবেষণা
সদরদপ্তরকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত[১]
পরিচালক
ডাঃ জি.এস.ডি. বাবু[২]

প্রতিষ্ঠানটি কলকাতায় অবস্থিত বিড়লা প্ল্যানেটেরিয়ামের সাথে একত্রে গবেষণায় জড়িত,[৩] যেটি বিশ্বের বৃহত্তম প্ল্যানেটেরিয়ামগুলির মধ্যে একটি।[৪]

এই প্রতিষ্ঠানটি স্নাতক ছাত্রদের জন্য অ্যাস্ট্রোবায়োলজিতে কোর্স পরিচালনা করে, কোর্স সমাপ্তির পরে সমাপ্তির প্রশংসাপত্র প্রদান করা হয়।

ব্যাঙ্গালোর শাখা সম্পাদনা

জ্যোতির্বিদ্যাজ্যোতির্পদার্থবিদ্যায় নিবেদিত প্রতিষ্ঠানটির একটি শাখা ভারতের বেঙ্গালুরুতে রয়েছে। বেঙ্গালুরুর শাখাটি ব্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয় দ্বারা বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের এখতিয়ারের অধীনে জ্যোতির্পদার্থবিদ্যায় বিশেষায়িত পদার্থবিদ্যায় পিএইচডি ডিগ্রি অর্জনে গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য একটি গবেষণা কেন্দ্র হিসাবে স্বীকৃত।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "About Us"। এম.পি. বিড়লা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২২ 
  2. চরণ, সাহানা (২৭ সেপ্টেম্বর ২০০৪)। "A-Z of Astrobiology"দ্য হিন্দু। ৩১ অক্টোবর ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২২ 
  3. মজুমদার, ঝিনুক (২৮ ডিসেম্বর ২০০৯)। "Nasa gadget for closer look at sun"দ্য টেলিগ্রাফ। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২২ 
  4. "Birla Planetarium"। লোনলি প্ল্যানেট। ২০১১। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা