এম-২১২ (মিশিগান হাইওয়ে)

এম-২১২ যুক্তরাষ্ট্রের মিশিগানে অবস্থিত একটি ট্রাঙ্কলাইন মহাসড়ক। রাস্তাটিকে এমনভাবে তৈরী করা হয়েছে, যেন এটি এম-৩৩ থেকে আলোহা শহর হয়ে আলোহা স্টেট পার্কের মধ্যে সংযোগ-সড়ক হিসেবে কাজ করতে পারে। এম-২১২ হলো মিশিগানের সবচেয়ে কম দৈর্ঘ্যের মহাসড়ক যা কিনা মাত্র ০.৭৩২ মাইল দৈর্ঘ্য বিশিষ্ট। এম-২৩৯ (১.১৩৬মাইল) এবং বিজনেস রুট-৩২ (০.৭৩৮মাইল) থেকেও ছোট।[১]

M-212 marker

M-212

Center Street
এম-২১২ ম্যাপে লাল কালিতে চিত্রিত
পথের তথ্য
দৈর্ঘ্য০.৭৩২ মা[১] (১,১৭৮ মি)
অস্তিত্বকাল২৯ ডিসেম্বর, ১৯৩৭[২]–বর্তমান
প্রধান সংযোগস্থল
পশ্চিম প্রান্ত:আলোহা স্টেট পার্ক
পূর্ব প্রান্ত: M-৩৩, আলোহা টাউনশিপ
মহাসড়ক ব্যবস্থা
M-২১১ M-২১৩

১৯৩৭ সালে ইউএস রুট-২৩ এর একটি সংযোগ-সড়ক হিসেবে এম-২১২ কে তৈরী করা হয়, পরবর্তিতে ইউএস-২৩ কে এম-২৩ দ্বারা পুনঃস্থাপিত করা হয়।

রাস্তার বিবরণ সম্পাদনা

 
এম-২১২ এর প্রান্তবিন্দু স্টেট পার্কের সামনে

এম-২১২ এর শুরু হয় আলোহা এলাকার সেকেন্ড স্ট্রিট এবং আলোহা স্টেট পার্কের রাস্তাটি থেকে।[৩][৪] এলাকাটি মূলত ডেট্রয়েট এবং ম্যাকনিক রেলওয়ের একটি স্টেশনের জন্য গড়ে উঠেছিল।[৫] তারপর রাস্তাটি থার্ড স্ট্রিট এবং ফোর্থ স্ট্রিট পাড়ি দিয়ে এগিয়ে যায়। এম-২১২ মূলত বনাঞ্চল এবং আবাসিক এলাকাকে পৃথক করেছে। তারপর কয়েকটি বাড়ি ঘর পেরিয়ে রাস্তাটি কৃষিজমির পাশ দিয়ে দক্ষিণ দিকে চলতে থাকে।[৩][৪] তাছাড়া আরো কিছু কৃষিক্ষেত পেরিয়ে রাস্তাটি এম-৩৩ এর সাথে মিলিত হয়ে আলোহা টাইনশিপে গিয়ে সমাপ্ত হয়।[৩][৪]

ইতিহাস সম্পাদনা

১৯৩৭ সালের ২৩ ডিসেম্বরে মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশান তৎকালীন ইউএস-২৩ থেকে এম-২১২ কে তৈরী করেছে।[২] তখন থেকেই রাস্তাটি অপরিবর্তিত আছে[৩] যদিও ইউএস-২৩ কে এম-২৩ নাম করণ করা হয়েছিল।[৬] ১৯৪০ সালের দিকে ইউএস-২৩ কে লেক হুরেন এ নিয়ে যাওয়া হয় এবং এর নাম এম-২৩ দেওয়া হয়।[৭] বর্তমানে এই নামটিও অপরিবর্তিত অবস্থায় রয়েছে।[৩]

মূখ্য অংশবিশেষ সম্পাদনা

সম্পূর্ণ মহাসড়ক হল আলোহা টাউনশিপ, চেবয়গান কাউন্ট্রি-এ।

মাইল[১]কিঃমিঃগন্তব্যটীকা
০.০০০০.০০০সেকেন্ড স্ট্রিটআলোহা স্টেট পার্কের প্রবেশদ্বার
০.৭৩২১.১৭৮  M-৩৩  – চেবয়গান, ওয়ানাওয়ে
১.০০০ মাঃ = ১.৬০৯ কিঃমিঃ; ১.০০০ কিঃমিঃ = ০.৬২১ মাঃ

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. মিশিগান পরিবহন বিভাগ & সমাধান এবং প্রযুক্তি অংশীদারী শেয়ারকৃতর জন্য মিশিগান কেন্দ্র (২০০৯)। MDOT ফিজিক্যাল রেফারেন্স ফাইন্ডার অ্যাপ্লিকেশন (মানচিত্র)। মিশিগান পরিবহন বিভাগ। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৫, ২০০৮ 
  2. Michigan Department of Transportation (জুন ২৭, ১৯৬৬)। "Cheboygan County" (PDF) (মানচিত্র)। Right-of-Way File Application। Scale not given। Lansing: Michigan Department of Transportation। Sheet 63। সংগ্রহের তারিখ জুন ৮, ২০০৮ 
  3. মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন (২০১৫)। Pure Michigan: State Transportation Map (মানচিত্র)। 1 in≈15 mi / 1 cm≈9 km (ইংরেজি ভাষায়)। লনসিংগ: মিশিগান ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন। § E11। 
  4. গুগল (জুন ৮, ২০০৮)। "Aloha, MI" (মানচিত্র)। গুগল ম্যাপস। গুগল। সংগ্রহের তারিখ জুন ৮, ২০০৮ 
  5. Romig, Walter (১৯৮৬)। Michigan Place Names। Detroit: Wayne State University Press। পৃষ্ঠা 20। আইএসবিএন 978-0-8143-1838-6 – Google Books-এর মাধ্যমে। 
  6. মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট (ডিসেম্বর ১, ১৯২৭)। Official Highway Service Map (মানচিত্র)। Scale not given (ইংরেজি ভাষায়)। লনসিংগ: মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট। ওসিএলসি ১২৭০১১৯৫, ৭৯৭৫৪৯৫৭ 
  7. মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট & Rand McNally (এপ্রিল ১৫, ১৯৪০)। Official Michigan Highway Map (মানচিত্র) (Spring সংস্করণ)। Scale not given (ইংরেজি ভাষায়)। লনসিংগ: মিশিগান স্টেট হাইওয়ে ডিপার্টমেন্ট। § E11। ওসিএলসি 12701143 

বহিঃসংযোগ সম্পাদনা

রুটের মানচিত্র:

KML is from Wikidata
  • M-212 at Michigan Highways
  • M-212 at Michigan Highway Ends