নূর ইন্দা সিনত্রা সুকমা মুন্সী (জন্ম ২৩ সেপ্টেম্বর ১৯৫৭), সাধারনভাবে আরো পরিচিত এমিলিয়া কনতেসা হচ্ছেন একজন সাবেক ইন্দোনেশিয়ান মহিলা পপ গায়ক এবং অভিনেত্রী। তিনি বর্তমানে আঞ্চলিক প্রতিনিধি পরিষদ-এ পূর্ব জাভার প্রতিনিধিত্বকারী একজন রাজনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেন।[১]

এমিলিয়া কনতেসা
জন্ম
নূর ইন্দা সিনত্রা সুকমা মুন্সী

(1957-09-23) ২৩ সেপ্টেম্বর ১৯৫৭ (বয়স ৬৬)
বানউয়াংগী, পূর্ব জাভা, ইন্দোনেশিয়া
জাতীয়তাইন্দোনেশীয়
অন্যান্য নামএমিলিয়া বিন হাসান আলী
পেশা
গায়িকা
অভিনেত্রী
রাজনীতিবিদ
মডেল
লোকহিতৈষী
কর্মজীবন১৯৭০ - বর্তমান
উল্লেখযোগ্য কর্ম
আখির সেবুয়াহ ইম্পিয়ান, ব্রান্ডাল-ব্রান্ডাল মেট্রোপলিটন, রাতাপান আনাক তিরি
দাম্পত্য সঙ্গী
  • রিও তামবুনান (বি. ১৯৭৬; বিচ্ছেদ. ১৯৮৩)
  • আব্দুল্লাহ সিদিক সুকার্তি (বি. ১৯৮৮; বিচ্ছেদ. ১৯৯২)
  • উসসামা বিন মুহাম্মদ আল-হাদার (বি. ১৯৯৪)
সন্তান
পিতা-মাতাহাসান আলী
আনা সুরিয়ানি
সঙ্গীত কর্মজীবন
ধরন
বাদ্যযন্ত্রভোকাল
লেবেল

জীবনী সম্পাদনা

প্রারম্ভের জীবন সম্পাদনা

এমিলিয়া ২৩ই সেপ্টেম্বর ১৯৫৭ সালে বানউয়াংগীতে একজন জাভানি মাতা আনা সুরিয়ানি এবং একজন পাকিস্তানি-মাদুরেসে পিতা হাসান আলীর ঘরে জন্মগ্রহণ করেন। তিনি এই দম্পতির তিন সন্তানের মধ্যে সবার জ্যেষ্ঠ।[২]

পাঁচ বছর বয়সে তিনি গান গাওয়া শুরু করেন, তার মা তার প্রতিভা বুঝতে পেরেছিলেন পরে তিনি তার মেয়ের ম্যানেজার হন।[৩]

ডিস্কোগ্রাফি সম্পাদনা

  • ইয়াতিম পিয়াতু
  • মাসা দেপান
  • সুদাহ কুচোবা
  • বুরুং সংকার
  • কাতাকানলা
  • উনতাক আপা
  • মিমপি সেদীহ
  • মালাম ইয়ান দিনগিন
  • পাক কেতিপাক কেতিপুং
  • হিতাম মানুস
  • সিয়ো মামা
  • পেনাসারাং
  • বিম্বি
  • মেইন তালি
  • কেগাগালান চিনতা
  • পেনহিবুর হাটি
  • লায়ু সেবেলুম বারকিমবাং
  • সেতাংকাই বুনগা আনগারেক
  • নাসিব পেনগেমবারা
  • সামুদেরা সালাওয়াত

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Emilia Contessa Tak Kapok Terjun di Dunia Politik[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Artis Emilia Contesa Melenggang ke Senayan"। ৩ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৯ 
  3. "GBSB terbit semula lagu Emilia Contessa"। ৩ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৯