এমানুয়েল সায়েজ

ফরাসি অর্থনীতিবিদ

এমানুয়েল সায়েজ (ফরাসি: Emmanuel Saez জন্ম ২৬শে নভেম্বর, ১৯৭২) একজন ফরাসি-মার্কিন অর্থনীতিবিদ। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলিতে অর্থনীতির অধ্যাপক।[২] তোমা পিকেতি ও গাব্রিয়েল জুকমানের সাথে করা তাঁর গবেষণাকর্মগুলিতে তিনি বিশ্বের সর্বত্র দরিদ্র, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর আয় অনুসরণ করেছেন। তাদের গবেষণাকর্মে বেরিয়ে আসে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ আয়কারী ব্যক্তিরা বিগত তিন দশকে সামগ্রিক আয়ের উত্তরোত্তর বেশি অংশে ভাগ বসিয়েছে, ফলে মহামন্দার (গ্রেট ডিপ্রেশন) সময়ের সমপরিমাণ অর্থনৈতিক বৈষম্যের সৃষ্টি হয়েছে। তিনি উচ্চবিত্তদের উপর অনেক উচ্চহারে, প্রয়োজনে ৭০% বা ৯০% পর্যন্ত কর আরোপের সুপারিশ করেছেন।[৩] ২০০৯ সালে তিনি অর্থনীতিতে জন বেটস ক্লার্ক পদক লাভ করেন। ২০১০ সালে ম্যাকার্থার জিনিয়াস গবেষণাবৃত্তি লাভের পাশাপাশি ২০১৯ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডক্টরেট উপাধি লাভ করেন।

এমানুয়েল সায়েজ
২০১৯ সালে এমানুয়েল সায়েজ
জন্ম (1972-11-26) ২৬ নভেম্বর ১৯৭২ (বয়স ৫১)
স্পেন
জাতীয়তাফরাসি
মার্কিন
প্রতিষ্ঠানক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, বার্কলি
কাজের ক্ষেত্রজন-অর্থশাস্ত্র, অর্থনৈতিক ইতিহাস
ঘরানা/গোষ্ঠী/ঐতিহ্যনব্য-কেইনসীয় অর্থশাস্ত্র
শিক্ষায়তনএকল নর্মাল সুপেরিয়র
ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি
প্যারিস স্কুল অভ ইকোনমিকস
ডক্টরেট
উপদেষ্টা
James M. Poterba[১]
Peter Diamond[১]
যাদের দ্বারা প্রভাবিত হয়েছেনAnthony Barnes Atkinson
অবদানসমূহঅর্থনৈতিক বৈষম্য বিষয়ে গবেষণা
পুরস্কারজন বেটস ক্লার্ক পদক (২০০৯)
ম্যাকার্থার গবেষণা বৃত্তি (২০১০)
Information at IDEAS / RePEc

তথ্যসূত্র সম্পাদনা

  1. Saez, Emmanuel (১৯৯৯)। Essays on the economics of income taxation (Ph.D.)। MIThdl:1721.1/38434 
  2. "University of California, Berkeley"Econ.berkeley.edu। সংগ্রহের তারিখ ২০০৯-০৫-২৪ 
  3. Annie Lowrey (এপ্রিল ১৬, ২০১২)। "For Two Economists, the Buffett Rule Is Just a Start"The New York Times। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১০