এবারডিন পর্বত কানাডার আলবার্টা প্রদেশের ব্যানফ জাতীয় উদ্যানের লুইস হ্রদ এলাকার অন্তর্গত ৩,১৫৭-মিটার (১০,৩৫৮-ফুট) একটি পর্বত চূড়া। ভৌগোলিক ভাবে পর্বতটি কানাডিয় রকিজের অংশ। এটির নিকটতম পর্বত, ২.৯ কিলোমিটার (১.৮ মাইল) দক্ষিণ পশ্চিমে অবস্থিত লেফ্রয় পর্বত। এবারডিন ও হ্যাডো পর্বত একই স্তুপপর্বতের দুইটি চূড়া, তবে চূড়া দুইটি এবারডিন হিমবাহ দিয়ে বিভক্ত।

এবারডিন পর্বত
এবারডিন পর্বত
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৩,১৫৭ মিটার (১০,৩৫৮ ফুট) [১]
সুপ্রত্যক্ষতা৫৬৬ মিটার (১,৮৫৭ ফুট) [১]
প্রধান শিখরলেফ্রয় পর্বত (৩৪৪২ মি)[১]
স্থানাঙ্ক৫১°২২′৪৮″ উত্তর ১১৬°১৪′৫১″ পশ্চিম / ৫১.৩৮০০০° উত্তর ১১৬.২৪৭৫০° পশ্চিম / 51.38000; -116.24750[২]
ভূগোল
অবস্থানআলবার্টা, কানাডা
মূল পরিসীমাবো পর্বতমালা
টপো মানচিত্রএনটিএস ৮২এন/০৮[২]
ভূতত্ত্ব
শিলার বয়সক্যাম্ব্রিয়ান
শিলার ধরনপাললিক শিলা
আরোহণ
প্রথম আরোহণ১৮৯৪ সালে, স্যামুয়েল ই এস আলেন, এল এফ ফ্রিসেল, ওয়াল্টার ডি উইলকক্স [১][৩]

ইতিহাস সম্পাদনা

১৮৯৭ সালে কানাডার ৭ম গভর্নর জেনারেল লর্ড এবারডিনের সম্মানে কানাডার ভূমি জরিপকারি জেমস জোসেফ ম্যাকআর্থার এই পর্বতের নামকরণ করেন।[৪] ১৮৯৭ সালের আগে এই পর্বতটি 'হেজেল চূড়া' নামে পরিচিত ছিল, তবে হেজেলের পরিচয় জানা যায়নি।[৫] ১৮৯৪ সালে স্যামুয়েল ই এস এলেন, এল এফ ফ্রিসেল এবং ওয়াল্টার ডি উইলকক্স সর্বপ্রথম এই পর্বত আরোহণ করেছিলেন।[১][৩] ১৯১৭ সালে ভি এ ফ্লিন হ্যাডো পর্বত চূড়া হতে এবারডিন হিমবাহে নেমে তুষার ও বরফে আবৃত সরু খাড়ি আরহণ করে এবারডিন পর্বতের চূড়ায় উঠেছিলেন।[৩] ১৯৫২ সালে জিওগ্রাফিকাল নেমস বোর্ড অব কানাডা এই নামটি আনুষ্ঠানিকভাবে লিপিবদ্ধ করে।[২]

ভূতত্ত্ব সম্পাদনা

ব্যানফ জাতীয় উদ্যানের অন্যান্য পর্বতের মত এবারডিন পর্বত মূলত প্রাক-ক্যাম্ব্রিয়ান থেকে জুরাসিক যুগের পাললিক শিলায় গঠিত।[৬] ল্যরামাইড অরোজেনি'র মত ভূতাত্ত্বিক ঘটনা চলাকালে অগভীর সমুদ্রের পাললিক শিলা ধাক্কা দিয়ে আরো পূর্ব দিকের অপেক্ষাকৃত নবীন শিলার উপর ঠেলে দিলে এপর্বতগুলির সৃষ্টি হয়।[৭]

জলবায়ু সম্পাদনা

কোপেনের জলবায়ু শ্রেনীবিভাগ অনুযায়ী এবারডিন পর্বত, উত্তর মেরুর ঠিক দক্ষিণে অবস্থিত ঠান্ডা, তুষারাবৃত শীত মৌসুম এবং মৃদু গ্রীষ্মকালীন জলবায়ু অঞ্চলে অবস্থিত।[৮] এখানে তাপমাত্রা সাধারণত -২০° এবং শীতল বায়ুপ্রবাহ থাকলে -৩০° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।[৮]

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mount Aberdeen"Bivouac.com। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২০ 
  2. "Mount Aberdeen"Geographical Names Data Base. Natural Resources Canada। সংগ্রহের তারিখ ২০১৮-১২-১৭ 
  3. Thorington, J. Monroe (১৯৬৬) [1921]। "Vermilion Pass to Kicking Horse Pass"। A Climber's Guide to the Rocky Mountains of Canada। With the collaboration of Putnam, William Lowell (6th সংস্করণ)। American Alpine Club। পৃষ্ঠা 83–84। আইএসবিএন 978-1376169003 
  4. Place-names of Alberta। Ottawa: Geographic Board of Canada। ১৯২৮। পৃষ্ঠা 9। 
  5. "Mount Aberdeen"PeakFinder.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-২৮ 
  6. বেলিয়া, হেলেন আর. (১৯৬০)। দ্য স্টোরি অব দ্য মাউন্টেইন্স ইন দ্য ব্যানফ ন্যাশনাল পার্ক (পিডিএফ)পার্কস কানাডা হিস্টোরি ডট কম (প্রতিবেদন)। অটোয়া: জিওলজিকাল সার্ভে অব কানাডা। ২০১৫-১০-০২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৩ 
  7. Gadd, Ben (২০০৮)। Geology of the Rocky Mountains and Columbias 
  8. Peel, M. C.; Finlayson, B. L.; McMahon, T. A. (২০০৭)। "Updated world map of the Köppen−Geiger climate classification"। Hydrol. Earth Syst. Sci.11: 1633–1644। আইএসএসএন 1027-5606