এফসিডাব্লিউ সাউদার্ন হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ

পেশাদার কুস্তির বিলুপ্ত শিরোপা

দ্য এফসিডাব্লিউ সাউদার্ন হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ (বাংলাঃ এফসিডাব্লিউ দক্ষিণাঞ্চলীয় ভারী ওজনশ্রেনীর শিরোপা) একটি লুপ্ত পেশাদার কুস্তি শিরোপা। শিরোপাটি পেশাদার কুস্তি সংস্থা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট(ডাব্লিউডাব্লিউই)-এর মেধা উন্নয়ন ও প্রশিক্ষণ সংস্থা, বর্তমান এনএক্সটি'র পূর্বসূরী ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং(এফসিডাব্লিউ)-এর কুস্তিগিরদের জন্য প্রবর্তিত হয়েছিল। এ শিরোপাটি মূলত সংস্থাটির ভারী ওজন শ্রেনীর কুস্তিগিরদের বিভিন্ন প্রতিযোগিতা ও লড়াইয়ের জন্য ২০০৭ সালের ২৬ জুন প্রবর্তিত হয়েছিল।

এফসিডাব্লিউ সাউদার্ন হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ
তথ্য
সংস্থাফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং
প্রতিষ্ঠা২৬ জুন, ২০০৭
অবসর২২ মার্চ, ২০০৮

মাত্র ৬ জন কুস্তিগির এই শিরোপার জয় ও ধারণ করেছিলেন। হ্যারি স্মিথ ছিলেন এই শিরোপার প্রথম ধারক। তিনি ২১-জন কুস্তিগিরের একটি 'ব্যাটল রয়াল' বিজয়ের পুরস্কার হিসেবে এই শিরোপা ধারণ করেছিলেন। শিরোপটি ২০০৮ সালের ২২ মার্চ এফসিডাব্লিউ ফ্লোরিডা হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের সাথে একীভূত করা হয়।[১]

শিরোপার ইতিহাস সম্পাদনা

রাজত্ব নির্দিষ্ট চ্যাম্পিয়নের জন্য রাজত্বের সংখ্যা
স্থান শিরোপা হাতবদলের স্থান
ক্রম. বিজয়ী রাজত্ব তারিখ ধারণের দিন স্থান অনুষ্ঠান টীকা সূত্র
হ্যারি স্মিথ ২৬ জুন ২০০৭ ১১২ টাম্পা, ফ্লোরিডা হাউজ শো ২১-জন কুস্তিগিরের 'ব্যাটল রয়াল'.জিতে প্রথম শিরোপা জয়ী হয়েছিলেন। [২]
আফা জুনিয়র ১৬ অক্টোবর ২০০৭ ৪৬ নিউ পোর্ট রিচি, ফ্লোরিডা হাউজ শো হ্যারি স্মিথ রেফারির ১০ গনণার মধ্যে উঠে দাড়াতে অসমর্থ হওয়ায় আফাকে বিজয়ী ঘোষণা করা হয়। [২]
টিজে উইলসন ১ ডিসেম্বর ২০০৭ ১৭ নিউ পোর্ট রিচি, ফ্লোরিডা হাউজ শো মই ম্যাচ ছিল। [২]
টেড ডিবিয়াসি জুনিয়র ১৮ ডিসেম্বর ২০০৭ ৩২ নিউ পোর্ট রিচি, ফ্লোরিডা হাউজ শো [২]
হিথ মিলার ১৯ জানুয়ারি ২০০৮ ৬৩ নিউ পোর্ট রিচি, ফ্লোরিডা হাউজ শো টেড ডিবিয়াসির চোট পাওয়ার কারণে হিথ মিলারকে পুরস্কার হিসেবে দেয়া হয়েছিল। [৩]
জ্যাক হ্যাগার ২২ মার্চ ২০০৮ নিউ পোর্ট রিচি, ফ্লোরিডা হাউজ শো শিরোপা একীভূতকরণের ম্যাচে এফসিডাব্লিউ ফ্লোরিডা হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ শিরোপাধারি. জ্যাক সয়েগার, হিথ মিলারকে পরাজিত করেছিলেন। [১]
নিষ্ক্রিয় ২২ মার্চ ২০০৮ নিউ পোর্ট রিচি, ফ্লোরিডা হাউজ শো ফ্লোরিডা হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের সাথে একীভূত করার পরেই নিষ্ক্রিয় করা হয়।[১] [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "March 22, 2008 FCW results"। fcwwrestling.com। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-২৪ 
  2. "FCW 2007 results"। Online World of Wrestling। সংগ্রহের তারিখ ২০০৭-১০-২৪ 
  3. "FCW 2008 results"। Online World of Wrestling। সংগ্রহের তারিখ ২০০৮-০২-১৭