এপেক্স

বাংলাদেশের একটি বহুজাতিক কোম্পানি

এপেক্স একটি বহুজাতিক জুতা ও বস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এর প্রধান কার্যালয় বাংলাদেশের ঢাকায় অবস্থিত । ৪০টিরও অধিক দেশে এপেক্স কোম্পানির শাখা রয়েছে। বর্তমানে এপেক্স ট্যানারি, এপেক্স ফুটওয়্যার, এপেক্স ফার্মা, ব্লু ওশান ফুটওয়্যার, এপেক্স এন্টারপ্রাইজ, এপেক্স ইনভেস্টমেন্ট, গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশসহ ১১টি কোম্পানি রয়েছে এপেক্স গ্রুপের।

এপেক্স
ধরনব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান
শিল্পদোকান এবং প্রস্তুতকারক
প্রতিষ্ঠাকাল৫ জানুয়ারি ১৯৯০; ৩৪ বছর আগে (1990-01-05) ঢাকাতে
প্রতিষ্ঠাতাসৈয়দ মঞ্জুর এলাহী[]
সদরদপ্তরগুলশান-১, ঢাকা, বাংলাদেশ
বাণিজ্য অঞ্চল
ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা
প্রধান ব্যক্তি
এস এ এম ইউসুফ
(নির্বাহী পরিচালক)
খন্দকার স্বনন শাহরিয়ার
(জেনারেল ম্যানেজার)
পণ্যসমূহপাদুকাবিশেষ, বস্ত্র এবং আনুষঙ্গিক
মালিকএপেক্স পরিবার
ওয়েবসাইটwww.apex4u.com
www.apexfootwearltd.com
\এপেক্সের তৈরি করা পুরুষদের জুতা।

প্রতিবছর এপেক্সের তৈরি ৪৫ লাখ জোড়া জুতা পৌঁছে যায় ৪০টি দেশে। মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাকি ও জেসি পেনি, জাপানের এবিসি মার্ট এবং জার্মানির ডেইচম্যানসহ বিশ্বের বড় খুচরা বিক্রেতারা এপেক্সের গ্রাহক। একই সঙ্গে দেশীয় বাজারেও প্রতিবছর তিন লাখ জোড়া জুতা প্রস্তুত করে এপেক্স। সাড়ে পাঁচশ খুচরা দোকানের মাধ্যমে এগুলো চলে যায় মানুষের পায়ে।  যা দেশব্যাপী ৫৫০ টির অধিক নিজস্ব বিক্রয় কেন্দ্র থেকে এগুলো বিক্রয় করা হয়। প্রায় ৫ মিলিয়ন জুতা বিশ্বব্যাপী ৪০ টি দেশের ১৩০ টি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের কাছে নিয়মিত রপ্তানি করে থাকে এপেক্স। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Chairman"Apex Footwear Ltd. 
  2. "The most loved brands of Bangladesh"BBF Digital 
  3. "Financial Information"Apex Footwear Ltd.