এপিকটেটাস
এপিকটেটাস প্রাচীন গ্রীসের একজন স্টয়িক দার্শনিক ছিলেন।[১][২] সে ফ্রিজিয়ার হিয়ারপলিসে (বর্তমানে তুরস্কর পামুকেল) একজন দাস হিসেবে জন্ম গ্রহণ করেন এবং রোমে বসবাস করেন তার নির্বাসনের পূর্ব পর্যন্ত। এর পর সে উত্তর-পশ্চিম গ্রীসের নিকোপলিসে চলে আসেন এবং সেখানেই তার জীবনের বাকি সময় কাটান। তার শিক্ষা তার ছাত্র অ্যারিয়ানের দ্বারা লেখা হয় এবং পরবর্তীতে অ্যারিয়ান তা তার ডিসকোর্সে প্রকাশ করেন।
এপিকটেটাস | |
---|---|
জন্ম | ৫৫ খ্রিষ্টাব্দ হিয়ারোপলিস, ফ্রিজিয়া |
মৃত্যু | ১৩৫ খ্রিষ্টাব্দ নিকোপলিস, একিয়া |
যুগ | প্রাচীন দর্শন |
অঞ্চল | পশ্চিমা দর্শন |
ধারা | স্টয়িকবাদ |
প্রধান আগ্রহ | Ethics |
ভাবগুরু | |
ভাবশিষ্য |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Elizabeth Carter; Epictetus (৯ জুলাই ২০১৭)। The Complete Works of Epictetus। Independently Published। আইএসবিএন 978-1521800355।
- ↑ Rowan Stevens (২৮ ফেব্রুয়ারি ২০২২)। Wise Quotes – Epictetus (294 Epictetus Quotes): Greek Stoic Philosophy | Quote Collections | Epicurean। Rowan Stevens। আইএসবিএন 978-1636051833।