জাতীয় মহাসড়ক ৫০৯ বা এন৫০৯ হল বাংলাদেশের রংপুর বিভাগের লালমনিরহাট জেলায় অবস্থিত একটি জাতীয় মহাসড়ক। এ মহাসড়কটি বুড়িমারী স্থল বন্দরকে এন৫০৬-এর সাথে সংযুক্ত করেছে। রাস্তাটির দক্ষিণ প্রান্ত লালমনিরহাট শহরের উত্তরে বড়বাড়ী নামক স্থানে এন৫০৬-এ এবং উত্তর প্রান্ত পাটগ্রাম সদরের উত্তরে বুড়িমারী স্থল বন্দরের জিরো পয়েন্টে অবস্থিত।[২]

জাতীয় মহাসড়ক ৫০৯ shield}}
জাতীয় মহাসড়ক ৫০৯
বড়বাড়ী/রংপুর - বুড়িমারী মহাসড়ক
মানচিত্র
পথের তথ্য
সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক রক্ষণাবেক্ষণকৃত
দৈর্ঘ্য১০৪.৬৯ কিমি[১] (৬৫.০৫ মা)
প্রধান সংযোগস্থল
দক্ষিণ প্রান্ত: এন৫০৬ (বড়বাড়ীর নিকটে)
প্রধান সংযোগস্থল আর৫৬০ (বড়খাতা)
জেড৫৯০৩ (পাটগ্রাম সদর)
উত্তর প্রান্ত:বাংলাদেশ-ভারত সীমান্ত, বুড়িমারী
মহাসড়ক ব্যবস্থা
এন৫০৮ এন৫১০

রাস্তার বিবরণ সম্পাদনা

এন৫০৯ লালমনিরহাট শহরের প্রায় ১০ কিলোমিটার উত্তরে বড়বাড়ী ইউনিয়নের বড়বাড়ী বাজারের দক্ষিণে এন৫০৬-এর একটি সংযোগস্থল থেকে শুরু হয়েছে।[৩] এরপর রাস্তাটি পশ্চিমমুখি হয়ে কিছু দুর এগিয়ে গিয়ে মহেন্দ্রনগরের নিকটে উত্তর পশ্চিম দিকে বাক নিয়ে রংপুর লালমনিরহাট রেল লাইনকে ছেদ করেছে। এরপর রাস্তাটি আরও কয়েকটি বাক নিয়ে লালমনিরহাট শহরের জেড৫৯০৬-এর সাথে সংযোগস্থাপন করেছে।

প্রধান সংযোগস্থলসমূহ সম্পাদনা

সম্পূর্ণ রাস্তাটি লালমনিরহাট জেলায় অবস্থিত।

অবস্থান মাইল কি.মি. গন্তব্য টীকা
০.০০ ০.০০   এন৫০৬ (বড়বাড়ীর নিকটে)
পাটগ্রাম ৯৪   জেড৫৯০৩

তথ্যসূত্র সম্পাদনা

  1. "OnlineRoadNetwork N509"। সড়ক ও মহাসড়ক বিভাগ। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. RHD ROAD NETWORK, Rangpur Zone [সওজ সড়ক নেটওয়ার্ক, রংপুর জোন] (pdf) (মানচিত্র) (ইংরেজি ভাষায়)। সড়ক ও জনপথ বিভাগ। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "বাংলাদেশের সড়ক যোগাযোগ মানচিত্র" (পিডিএফ)। বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগ। ১৩ অক্টোবর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৫