এনজিসি ৭৫৩৮ হল একটি তারা তৈরির বিশাল নার্সারি।[] প্রায় ৯০০০ আলোকবর্ষ দূরের এই নেবুলা পৃথিবীর সবচেয়ে কাছের তারা তৈরির এলাকাগুলির একটি যেখানে অত্যন্ত ভারী তারার জন্ম হচ্ছে।[] এদের ভর সাধারণত সূর্যের চেয়ে ৮ গুন বা তার বেশি। এটির মত তারা তৈরির কারখানা প্রাথমিকভাবে হাইড্রোজেন গ্যাসে ভর্তি। তাছাড়াও কিছু পরিমাণ কসমিক ডাস্ট আছে। এটির মোট ভর সূর্যের ৪,০০,০০০ গুন। এখানে ১৩টি প্রোটো-স্টার আছে যেগুলো সূর্যের চেয়ে ৪০ গুন বা তার বেশি ভারী, কিন্তু সেগুলো খুবই ঠাণ্ডা, তাপমাত্রা -২৫০ ডিগ্রী সেলসিয়াসেরও কম।[]

এনজিসি ৭৫৩৮ নেবুলা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "SIMBAD Astronomical Database"Results for NGC 7538। সংগ্রহের তারিখ ২০০৬-১০-২০ 
  2. Balog, Z.; Kenyon, S. J.; Lada, E. A.; Barsony, M.; ও অন্যান্য (২০০৪)। "A Near-Infrared (JHK) Survey of the Vicinity of the H II Region NGC 7538: Evidence for a Young Embedded Cluster"The Astronomical Journal128 (6): 2942–2953। arXiv:astro-ph/0409115 ডিওআই:10.1086/425548বিবকোড:2004AJ....128.2942B