এডেন বিশ্ববিদ্যালয়

এডেন বিশ্ববিদ্যাল (আরবি: جامعة عدن); হল প্রজাতান্ত্রিক ইয়েমেনের প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। যেটি সানা বিশ্ববিদ্যালয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত।

এডেন বিশ্ববিদ্যালয়
جامعة عـدن
ধরনসরকারি বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৯৭০; ৫৪ বছর আগে (1970)
সভাপতিআব্দুল-আজিজ বিন হাবটার
অবস্থান,
ওয়েবসাইটwww.aden-univ.net
মানচিত্র

ইতিহাস সম্পাদনা

১৯৭০ সালের কলেজ শিক্ষা এবং ১৯৭২ সালের কৃষি বিজ্ঞান নাসের কলেজ ই-ছিল এডেন বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ধাপ।  এই কলেজ দুইটি ছিল শিক্ষা মন্ত্রণালয় ও বিচারব্যবস্থার অধিনে। ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল অর্থনীতি কলেজ। আর সবগুলো প্রতিষ্ঠানই প্রশাসনিক কার্যালয়ে পরিণত হয়।   যখন আরো বেশি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজন হয়, তখন প্রধান মন্ত্রীর সভাপত্তিতে মন্ত্রণালয় ডিক্রী প্রদানের মাধ্যমে একটি নমুনা কাঠামো মন্ত্রীসভায় পাশ করে শহর ভিত্তিক বিশ্ববিদ্যালয় স্থাপনের হুকুম দেয়া হয়।

১০ শে সেপ্টম্বর ১৯৭৫ সালে সাংবিধানি আইন নং ২২ এর মাধ্যমে জারি করা হয় এডেন বৈজ্ঞানিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সংক্রান্ত প্রজ্ঞাপন। আর সংবিধান নির্ধারণ করে দেয় কতগুলো কাজ এডেন বিশ্ববিদ্যালয়ের জন্য, যথা:

  • প্রস্তুতি ও যৌগ্যতায় বিশেষজ্ঞ বৈজ্ঞানিক ক্যাডারগণ থাকবে।
  • কর্মক্ষমত বৈজ্ঞানিক গবেষণাগার যেটা সামাজিক ও আর্থনৈতিক উন্নয়নে কাজ করবে।
  • প্রযুক্তিগত পরামর্শ উপস্থাপনা জন্য থাকবে বিভিন্ন রাজ্য ফাউনডেশন।

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বছরই যুক্ত হয় পড়ে উল্লেখিত কলেজ গুলো:

  • শিক্ষা কলেজ
  • কৃষি বিজ্ঞান নাসের কলেজ
  • আর্থনীতি কলেজ
  • চিকিত্সাবিজ্ঞান কলেজ

১৯৭৫ থেকে ১৯৯৯ সালের মধ্য এটি হয়েছিল এক নম্বর কলেজ এবং প্রতিষ্ঠা করেছিল এর শাখা কলেজ:

  • আইন কলেজ ১৯৭৮ সালে।
  • প্রকৌশলী কলেজ ১৯৭৮ সালে।
  • শিক্ষা কলেজ, জিনগিবার ১৯৭৯ সালে (আবয়ান গভর্নর)
  • শিক্ষা কলেজ, সাবের ১৯৮০ সালে (লাহজ গভর্নর)।
  • শিক্ষা কলেজ, মুকাল্লা, ১৯৭৪ সালে (নিউক্লিয়াস হাডরামউট বিশ্ববিদ্যালয়)।
  • শিক্ষা কলেজ, সাবা, ১৯৯৪ সালে।
  • শিক্ষা কলেজ, ইয়াফা, ১৯৯৮ সালে।
  • শিক্ষা কলেজ, রাডফান, ১৯৯৮ সালে।
  • শিক্ষা কলেজ, ঢালা, ১৯৯৮ সালে।
  • শিক্ষা কলেজ, লডার, ১৯৯৮ সালে।
  • তেল ও খনিবিজ্ঞান কলেজ, সাবা, ১৯৯৬ সালে।

আংশিক বন্ধ সম্পাদনা

২৯ শে ডিসেম্বর ২০১৫ সালে, ইসলামিক বন্ধুকধারী সৈনিকগণ প্রশাসনিক বিজ্ঞান অনুষদ, আইন অনুষদ ও প্রকৌশলী অনুষদে গুরুতর ক্ষতি করে। ফলে এই সকল অনুষদ বন্ধ হয়ে যায়। লিঙ্গ বৈষম্যের কথা অগ্রহণযোগ্য বলে দাবি করে।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1.  ,   (31 December 2015  )। "Gunmen shut Yemen university faculties for mixing of sexes"World Tribune   (  ভাষায়)।  :  । পৃষ্ঠা  । ৩ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 9 January 2015  line feed character in |তারিখ= at position 17 (সাহায্য); line feed character in |শিরোনাম= at position 59 (সাহায্য); line feed character in |সংবাদপত্র= at position 14 (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিসংযোগ সম্পাদনা