এডমান্ড বার্ক (জানুয়ারি ১২, ১৭২৯ - জুলাই ৯, ১৭৯৭) ছিলেন একজন ইঙ্গ-আইরিশ লেখক, রাজনৈতিক তত্ত্ববিদ, এবং দার্শনিক।

এডমান্ড বার্ক
Edmund Burke
চিত্রকর্মে বার্ক c. ১৭৬৭-১৭৬৯
স্টুডিও অফ যসূয়া রেয়নল্ডস (১৭২৩–১৭৯২)
জন্মজানুয়ারি ১২, ১৭২৯
মৃত্যু৯ জুলাই ১৭৯৭(1797-07-09) (বয়স ৬৮)
যুগআঠারো শতকের দর্শন
অঞ্চলপাশ্চাত্য দর্শন
ধারারক্ষণশীল উদারনীতিবাদ, রক্ষণশীলতাবাদ,
প্রধান আগ্রহ
সামাজিক এবং রাজনৈতিক দর্শন
ভাবগুরু

অনেক বছর সময় ধরে তিনি ব্রিটিশ হাউজ অফ কমন্সে ব্রিটিশ হুইগ পার্টি সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। আমেরিকাতে ব্রিটিশ উপনিবেশ ও রাজা তৃতীয় জর্জের মধ্যকার বিরোধে তিনি উপনিবেশগুলোকে সমর্থন দিয়েছিলেন। তিনি ফরাসি বিপ্লবের চরম বিরোধী ছিলেন। উনিশ শতকে বার্ক রক্ষণশীল এবং উদারপন্থি উভয়ের মাঝে প্রশংসিত হয়েছিলেন।[১] বিশ শতক থেকে বার্ক সাধারণের কাছে 'রক্ষণশীলতার জনক' বলে অভিহিত হয়েছেন।[২][৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Dennis O'Keeffe; John Meadowcroft (২০০৯)। Edmund Burke। Continuum। পৃষ্ঠা 93। 
  2. Andrew Heywood, Political Ideologies: An Introduction. Third Edition (Palgrave Macmillan, 2003), p. 74.
  3. F. P. Lock, Edmund Burke. Volume II: 1784–1797 (Clarendon Press, 2006), p. 585.

বহিঃসংযোগ সম্পাদনা