এডভার্ড মুঙ্খ
এডভার্ড মুঙ্খ (/mʊŋk/ MUUNK,[১] নরওয়েজীয়: [ˈɛ̀dvɑɖ ˈmʊŋk] (শুনুন); ১২ ডিসেম্বর ১৮৬৩ – ২৩ জানুয়ারি ১৯৪৪) একজন ইউরোপীয় চিত্রকর, যার জন্ম নরওয়ের অসলো শহরে। তাকে এক্সপ্রেশনিস্ট শিল্পকলার অগ্রদূত বলা হয়ে থাকে। তার সবচেয়ে পরিচিত ছবি হলো The Scream যার অর্থ "চিৎকার"। এই চিত্রকর্মটি সারা ইউরোপে গ্রহণযোগ্যতা পেয়েছিল এর কারণে এই শিল্পী বিখ্যাত হয়ে আছেন।
এডভার্ড মুঙ্খ | |
---|---|
![]() ১৯২১ সালে এডভার্ড মুঙ্খ | |
জাতীয়তা | নরওয়েজীয় |
পরিচিতির কারণ | পেইন্টিং |
উল্লেখযোগ্য কর্ম | The Scream |
আন্দোলন | এক্সপ্রেসনিজম |