এটলাস বাংলাদেশ লিমিটেড

মোটরসাইকেল আমদানিকারক এবং উৎপাদনকারী সংস্থা

এটলাস বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ সরকারের মালিকানাধীন একটি মোটরসাইকেল আমদানিকারক এবং উৎপাদনকারী সংস্থা।[] এটি বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের একটি সহযোগী সংস্থা।[]

এটলাস বাংলাদেশ লিমিটেড
গঠিত১৯৬৬; ৫৮ বছর আগে (1966)
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
যে অঞ্চলে
বাংলাদেশ
দাপ্তরিক ভাষা
বাংলা
ওয়েবসাইটwww.atlas.gov.bd

ইতিহাস

সম্পাদনা

হোন্ডা মোটর কোম্পানি লিমিটেডের সহায়তায় ১৯৬৬ সালে সিরাজি গ্রুপ এটলাস বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করে।[] বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ সরকার সংস্থাটিকে জাতীয়করণ করে। ১৯৮৭ সালে, সংস্থাটি একটি পাবলিক লিমিটেড সংস্থায় রূপান্তরিত হয়।[]

১৯৯৩ সালে সংস্থাটি হিরো হোন্ডার সাথে বাংলাদেশে মোটরসাইকেল একত্রিত করার জন্য কোম্পানিটি একটি চুক্তি স্বাক্ষর করে। হিরো হোন্ডা দুটি কোম্পানিতে বিভক্ত করার পর হিরো মোটোকর্প এবং হোন্ডা পৃথকভাবে বাংলাদেশের বাজারে প্রবেশ করে যার কারণে ২০১৩ সালে এটলাস বাংলাদেশ লিমিটেডের সাথে তাদের সম্পর্ক শেষ হয়ে যায়। পরবর্তীতে এটলাস বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে মোটরসাইকেল একত্রিত করার জন্য জংশেন মোটরসাইকেল কোম্পানির সাথে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে।[][] যদিও এই পদক্ষেপ বিক্রয় বৃদ্ধি করতে সাহায্য করেনি, এটলাস বাংলাদেশ লিমিটেড ২০১২ সালে ৫০ হাজার মোটরসাইকেল বিক্রি করেছিলো তবে ২০১৭ সালের মধ্যে বিক্রি কমে প্রতি বছর ১,৫০০ ইউনিটে দাঁড়িয়েছে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Narasimhan, T. E. (২০১৮-০৫-২৬)। "TVS Motors to assemble vehicles in Bangladesh, ties up with state-owned co"Business Standard India। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১১ 
  2. "TVS-Atlas plan to capture automotive filters industry"The Business Standard (ইংরেজি ভাষায়)। ২০২০-০১-০৯। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১১ 
  3. "এটলাস বাংলাদেশ লিঃ"atlas.gov.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১ 
  4. "History"atlas.gov.bd। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২১