একেই বলে শুটিং বাঙালি চলচ্চিত্র পরিচালক এবং সাহিত্যিক সত্যজিৎ রায় রচিত একটি নন-ফিকশন গ্রন্থ। চলচ্চিত্র বিষয়ক বইটি ১৯৭৯ সালে প্রকাশিত হয়।[১] বইটিতে তিনি ছবির শুটিং করতে গিয়ে যেসব মজার ঘটনার সম্মুখীন হয়েছেন বা মনে রাখার মত অভিজ্ঞতা অর্জন করেছেন সেগুলোর কথা তুলে ধরেছেন। বইটিতে শুটিংয়ের সময়কার বেশ কিছু স্থিরচিত্রও সংযোজিত আছে।

একেই বলে শুটিং
সত্যজিৎ রায়ের একেই বলে শুটিং বইয়ের প্রচ্ছদ
লেখকসত্যজিৎ রায়
দেশভারত
ভাষাবাংলা
বিষয়চলচ্চিত্র
ধরননন-ফিকশন
প্রকাশনার তারিখ
১৯৭৯
পৃষ্ঠাসংখ্যা৭৯

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মহারাজা, তোমারে সেলাম!"চ্যানেল আই অনলাইনচ্যানেল আই। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৮