একলব্য (স্বাধীন চলচ্চিত্র)

অরিত্র বন্দ্যোপাধ্যায় পরিচালিত স্বাধীন চলচ্চিত্র

একলব্য হলো অরিত্র বন্দ্যোপাধ্যায় রচিত, প্রযোজিত ও পরিচালিত ২০২৩ বাংলা ভাষার প্রণয়ধর্মী মারপিট স্বাধীন চলচ্চিত্র। এই ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করেছেন দেবতনু এবং অ্যানমেরি টম। জ্যামি বন্দ্যোপাধ্যায়, মৃত্যুঞ্জয় ভট্টাচার্য সহ আরো অনেকে রয়েছেন যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। অরিত্র বন্দ্যোপাধ্যায় পরিচালিত এটি তার প্রথম পূর্নদৈর্ঘ চলচ্চিত্র। চলচ্চিত্রটি ২০২৩ সালের ১৫ আগস্টে অরিত্র বন্দ্যোপাধ্যায়ের ইউটিউব চ্যানেল অরিত্রাস জ্ঞান-এ মুক্তি পায়।[১][২][৩]

একলব্য
চলচ্চিত্রের পোস্টার
পরিচালকঅরিত্র বন্দ্যোপাধ্যায়
প্রযোজকঅরিত্র বন্দ্যোপাধ্যায়
রচয়িতাঅরিত্র বন্দ্যোপাধ্যায়
শ্রেষ্ঠাংশেদেবতনু
অ্যানমেরি টম
জ্যামি বন্দ্যোপাধ্যায়
মৃত্যুঞ্জয় ভট্টাচার্য
সুরকারহিল্লোল আচার্জি
সুমন ভৌমিক
চিত্রগ্রাহকঅভিজিৎ নাথ
সম্পাদকমিঠুন অধিকারী
মুক্তি
  • ১৫ আগস্ট ২০২৩ (2023-08-15)
স্থিতিকাল৬৪ মিনিট
দেশভারত
ভাষাবাংলা

অভিনয়ে সম্পাদনা

  • দেবতনু – একলব্য
    • মাস্টার অঙ্কিত – তরুণ একলব্য
  • অ্যানমেরি টম – দেবস্মিতা
  • জ্যামি বন্দ্যোপাধ্যায় – ব্লেড জাবেদ
  • মৃত্যুঞ্জয় ভট্টাচার্য
  • বিনীতা – একলব্যার মা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Ananda, A. B. P.। "অরিত্র বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আসছে 'একলব্য', মুখ্য চরিত্রে দেবতনু"ABP Bengali। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২০ 
  2. "'Ekalavya' promises an edgy, fast-paced action thriller"The Times of India। ২০২৩-০৩-০১। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২০ 
  3. "Annmary Tom: টলিউডে ডেবিউর পথে 'ফাগুনের মোহনা'র অ্যানমেরি"Aaj Tak বাংলা। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২০