রবার্টসনের একক ঝিল্লি মতবাদ হলো ১৯৫৯ সালে জে ডেভিড রবার্টসন কর্তৃক প্রস্তাবিত একটি মতবাদ।[১] ১৯৩৫ সালে ডেনিয়েলি এবং ডেভসনের প্রস্তাবিত জৈবঝিল্লি মতবাদের ওপর ভিত্তি করে নতুন মতবাদটি প্রস্তাবিত হয়। রবার্টসনের মতবাদ অনুসারে জৈবঝিল্লি বা বায়োমেমব্রেন তিন স্তরবিশিষ্ট; যার মধ্যে দুইস্তর প্রোটিন এবং অপর স্তরটি ফসফোলিপিড দ্বারা গঠিত। দ্বিস্তরী ফসফোলিপিড (ফসফোলিপিড বাইলেয়ার) ২৫-৩৫ Å পুরু এবং প্রতিটি প্রোটিন স্তর ২০-২৫ Å পুরু (সর্বমোট ৬৫-৮৫ Å)। রবার্টসন কোষঝিল্লিতে ইলেকট্রন বর্ষণ (ইলেকট্রন বোম্বার্ডমেন্ট) পদ্ধতি ব্যবহার করেন এবং দুইটি স্বতন্ত্র অঞ্চল, ইলেকট্রন-স্বচ্ছ অঞ্চল ও ইলেকট্রন-ঘন অঞ্চল, দেখতে পান। ব্রাউনের মতে, ঝিল্লিতে দুইটি ইলেকট্রন ঘন অঞ্চল এবং মাঝখানে একটি ইলেকট্রন স্বচ্ছ অঞ্চল বিদ্যমান। দুইটি ইলেকট্রন ঘন ও ইলেকট্রন স্বচ্ছ অঞ্চলের এই ব্যবস্থাকে ত্রিস্তরী ঝিল্লি মতবাদ বলা হয়। ইলেকট্রন ঘন অঞ্চলটি হলো মূলত বর্ধিত প্রোটিনের (বিটা প্রোটিন) স্তর।

সাধারণ কোষ ঝিল্লি
কোষঝিল্লিতে ফসফোলিপিডের বিন্যাস

তথ্যসূত্র

সম্পাদনা
  1. আবুল হাসান, মোহাম্মদ (জুন ২০১৯)। "কোষ ও এর গঠন"। জীববিজ্ঞান, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি। হাসান বুক হাউস।