এয়ার চীফ মার্শাল ঋষিকেশ মুলগাভকর ১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি থেকে ১৯৭৮ সালের ৩১ আগস্ট পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর প্রধান কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২] ঋষিকেশ ১৯৪০ সালের ৩০ নভেম্বর রাজকীয় ভারতীয় বিমান বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন।

এয়ার চীফ মার্শাল

ঋষিকেশ মুলগাভকর

পরম বিশিষ্ট সেবা ম্যাডেল, মহাবীরচক্র, লেজিয়ন অব মেরিট
জন্মআগস্ট ১৪, ১৯২০
বম্বে, মহারাষ্ট্র
মৃত্যুএপ্রিল ০৯, ২০১৫
পুনে
আনুগত্য ব্রিটিশ ভারত (১৯৪০-১৯৪৭)
 ভারত ('৪৭ থেকে)
সেবা/শাখা রাজকীয় বিমানবাহিনী
 ভারতীয় বিমানবাহিনী
কার্যকাল১৯৪০-১৯৭৮
পদমর্যাদা এয়ার চীফ মার্শাল
নেতৃত্বসমূহভারতীয় বিমান বাহিনী প্রধান (১৯৭৬–১৯৭৮)
পশ্চিমাঞ্চলীয় এয়ার কমান্ড
নং ১ অপারেশন্স উইং
যুদ্ধ/সংগ্রাম২য় বিশ্বযুদ্ধ
পাক-ভারত যুদ্ধ '৪৭
পাক-ভারত যুদ্ধ '৬৫
পুরস্কার
পরম বিশিষ্ট সেবা পদক (পিভিএসএম)
মহাবীর চক্র (এমভিসি)
লেজিয়ন অব মেরিট (এলওএম)

১৯৪০ সালে কমিশন পাওয়া ঋষিকেশ নং ১ স্কোয়াড্রনে জাপানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। নং ১ স্কোয়াড্রন তখন বার্মার তুঙ্গু এয়ারফিল্ড থেকে যুদ্ধ পরিচালনা করতো। ঋষিকেশ এরপর নং ১০ স্কোয়াড্রন এবং নং ৪ স্কোয়াড্রনে নিয়োগ পান ফ্লাইং অফিসার হিসেবে। নং ৪ স্কোয়াড্রনে ঋষি হারিকেন এবং স্পিটফায়ার বিমান চালান। বার্মা ফ্রন্টে ঋষি মোট ২৮০ ঘণ্টা উড্ডয়ন করেন যেখানে তিনি বেশ কয়েকটি সফল বম্বিং করেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৮ 
  2. http://www.bharat-rakshak.com/IAF/Database/1644