ঋতু গুহ
ঋতু গুহ (২৪ মার্চ, ১৯৩৭- ২৪ ডিসেম্বর, ২০১১)[১] একজন ভারতীয় বাঙালি রবীন্দ্র সঙ্গীত শিল্পী।[২] ইনি বিখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব গুহর স্ত্রী।
ঋতু গুহ | |
---|---|
জন্ম | ২৪ মার্চ ১৯৩৭ বালিগঞ্জ কলকাতা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত (বর্তমানে পশ্চিমবঙ্গ) |
মৃত্যু | ২৪ ডিসেম্বর ২০১১ কলকাতা পশ্চিমবঙ্গ | (বয়স ৭৪)
ধরন | রবীন্দ্র সংগীত |
পেশা | কণ্ঠশিল্পী |
কার্যকাল | ১৯৬১ – ২০১১ |
জীবন
সম্পাদনা১৯৩৭ সালে কলকাতার বালিগঞ্জ প্লেসে ঋতু গুহ জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিল নির্মলচন্দ্র গুহঠাকুরতা। ঋতু গুহ বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিক্ষক তথা দক্ষিণী সংগীতবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শুভ গুহঠাকুরতার ভ্রাতুষ্পুত্রী।[৩] খুব অল্প বয়সেই তিনি গান গাওয়া শুরু করেন। ১৯৪১ সালে গীতবিতান সংগীতবিদ্যালয় ও পরে ১৯৪৮ সালে দক্ষিণীতে যোগ দেন। ১৯৫৬ সালে তিনি দক্ষিণী থেকেই স্নাতক হন। দক্ষিণীতে তিনি শুভ গুহঠাকুরতা, সুনীল রায় প্রমুখ বিশিষ্ট শিক্ষকদের কাছে গান শেখেন। ১৯৬১ সালে রবীন্দ্র-জন্মশতবর্ষ উপলক্ষে তার প্রথম অ্যালবামটি প্রকাশিত হয়। ১৯৬২ সালের ১৯শে ফেব্রুয়ারি বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গুহকে বিবাহ করেন। তাদের দুই কন্যা বর্তমান। ঋতু গুহের একাধিক অ্যালবাম বেরিয়েছে। তিনি দেশে ও দেশের বাইরেও একাধিক স্থানে গান গেয়েছেন। অসুস্থতার কারণে জীবনের শেষ বছরগুলিতে তিনি সংগীতজগৎ থেকে দূরে ছিলেন।[১]
গান
সম্পাদনাঋতু গুহ প্রধানত রবীন্দ্রসংগীত শিল্পী হলেও শাস্ত্রীয় সংগীত, টপ্পা ও অতুলপ্রসাদী গানে তার স্বচ্ছন্দ বিচরণ ছিল। তার গাওয়া রবীন্দ্রসংগীতগুলোর মধ্যে বিশেষ জনপ্রিয়তা পায় 'এ কী লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে' গানটি। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গান, বিশেষত ধ্রুপদাঙ্গ ও ভাঙা গান ছিল তার বিশেষত্ব। কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা মিত্র, শান্তিদেব ঘোষ, সত্যজিৎ রায় প্রমুখেরা ছিলেন তার গুণমুগ্ধ। বুদ্ধদেব গুহ তাদের সম্পর্কের কথা ধরে রেখেছিলেন তার খেলা যখন উপন্যাসে।[৪]
ডিস্কোগ্রাফি
সম্পাদনাকমপ্যাক্ট ডিস্ক
সম্পাদনানিচের ডিস্কগুলিতে তার ১৯৬০-১৯৮০-এর দশকে রেকর্ড-করা গানগুলি সংকলিত হয়েছে।
- বাসন্তী হে ভুবনমোহিনী (১৯৯৮)
- আপন ভিতর হতে (২০০৫)
- ত্রিধারা (২০১০)
পাদটীকা
সম্পাদনা- ↑ ক খ Ritu Guha passes away
- ↑ অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ৭২, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
- ↑ সঙ্গীত শিল্পী ঋতু গুহ প্রয়াত[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ঋতু গুহের জীবনাবসান"। ১৯ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০১১।