উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (চীনা: 武汉纺织大学) চীনের হুপেই প্রদেশের উহান শহরে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। এটি ১৯৫৮ সালে উহান ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং হিসেবে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির চারটি প্রধান ক্যাম্পাস রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৩ শতাধিক নিয়মিত শিক্ষক এবং ২০ সহস্রাধিক শিক্ষার্থী আছে।
武汉纺织大学 | |
প্রাক্তন নাম |
|
---|---|
নীতিবাক্য | 崇真尚美 |
বাংলায় নীতিবাক্য | সত্য ও সুন্দরের পক্ষে |
ধরন | বিশ্ববিদ্যালয় |
স্থাপিত | ১৯৫৮ |
সভাপতি | শু ওয়েইলিন |
উপ-সভাপতি | হুয়াং ইয়ুনপিং, লুও জিনয়িন, জিয়াং মিংহুয়া, ফেং জুন, তাং মিন |
শিক্ষার্থী | ২০,০০০+ |
অবস্থান | , , |
ওয়েবসাইট | wtu.edu.cn |
সর্বশেষ হালনাগাদ: মে ২০২২ |
ইতিহাস
সম্পাদনা১৯৫৮ সালে চীনের উহানে উহান ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নামে একটি বস্ত্রপ্রকৌশল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। ১৯৬২ সালে এটি বন্ধ হয়ে গেলেও ১৯৭৮ সালে পুনরায় চালু হয়। ১৯৯৯ সালে প্রতিষ্ঠানটির নাম হয় উহান বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট। ২০০২ সালে হুপেই ফরেন ট্রেড স্কুল প্রতিষ্ঠানটির সাথে একীভূত হয়। ২০১০ সালে এটি উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয় নাম ধারণ করে। ২০১১ সালে হুপেই অ্যাকাডেমি অব ফিন্যান্স অ্যান্ড ইকোনমিক্স এই বিশ্ববিদ্যালয়ের সাথে একীভূত হয়।[১][২]
২০১৩ সালে বিশ্ববিদ্যালয়টি অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস ফর টেক্সটাইলস ইন ইউরোপ (AUTEX) ও টেক্সটাইল ইনস্টিটিউটের সদস্যপদ লাভ করে।[৩][৪] ২০১৪ সালে ৮৯তম টেক্সটাইল ইনস্টিটিউট ওয়ার্ল্ড কনফারেন্সের আয়োজক ছিল এই প্রতিষ্ঠানটি।
ক্যাম্পাস
সম্পাদনাবিশ্ববিদ্যালয়টির ৪টি ক্যাম্পাস বা শিক্ষা প্রাঙ্গণ রয়েছে। এগুলো হল:[৫]
- সানশাইন ক্যাম্পাস: উহানের জিয়াংজিয়া জেলায় অবস্থিত।
- নানহু ক্যাম্পাস: উহানের হংশান জেলায় অবস্থিত।
- ডোংহু ক্যাম্পাস: উহানের উচাং জেলার ইউগুয়াং গ্রামে অবস্থিত।
- কাংলংদাও ক্যাম্পাস: উহানের কাংলং আইল্যান্ড সাইন্টিফিক পার্কে অবস্থিত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Profile Of Wuhan Textile University"। উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (ইংরেজি ভাষায়)। ৩০ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- ↑ "教育部关于同意湖北财经高等专科学校 并入武汉纺织大学的通知" [উহান টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে হুপেই ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স অ্যাকাডেমির একীভূতকরণ অনুমোদনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন] (চীনা ভাষায়)। ৩০ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- ↑ "Members list"। অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিস ফর টেক্সটাইলস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- ↑ "Accredited courses"। টেক্সটাইল ইনস্টিটিউট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- ↑ "Wuhan Textile University"। চায়নাডেইলি (ইংরেজি ভাষায়)। ১৩ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২২।