উমানাথ গুপ্ত (১৫ নভেম্বর ১৮৩৯—১ ডিসেম্বর ১৯১৮) একজন ব্রাহ্মনেতা, সাংবাদিক ও সম্পাদক।

জীবনী সম্পাদনা

উমানাথ উত্তর ২৪ পরগণার হালিশহরে জন্মগ্রহন করেন। স্থানীয় পাঠশালা ও হুগলী কলেজে শিক্ষালাভের পরে তত্ত্ববোধিনী পত্রিকা পাঠ করে ব্রাহ্মমতে অনুরাগী হন। তিনি কেশবচন্দ্র সেনের বিশিষ্ট বন্ধু ও অনুগামী ছিলেন। ব্রহ্ম বিদ্যালয় ও সঙ্গত সভায় যোগ দেন। ১৮৬৫ সালে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে কোম্পানীর চাকরি ছেড়ে প্রচারকের ব্রত নেন তিনি।[১] তিনি ভারতাশ্রমের পরিচালক ছিলেন। ১৮৮৩ সালের ২৮ সেপ্টেম্বর কেশবচন্দ্রের বাড়ীতে শ্রীরামকৃষ্ণের সাথে তাঁর সাক্ষাত হয়।[২] উমানাথ গুপ্ত ধর্মতত্ত্ব, সুলভ সমাচারবালকবন্ধু পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. দ্বিতীয় খন্ড, অঞ্জলি বসু (সম্পা) (২০০৪)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ৬২। 
  2. গুপ্ত, মহেন্দ্রনাথ; Gupta, Mahendranath (২০২০-০৫-২৪)। শ্রীরামকৃষ্ণ কথামৃত (Shri Ramakrishna Kathamrita): তৃতীয় খন্ড। Indic Publication। আইএসবিএন 978-1-62598-077-9 
  3. Itihāsa। Kā ̄lakāṫā Hiṣṭorikāla Sosāiṭī.। ১৯৭২।