উত্তর ককেশাস
(উত্তর ককেসাস থেকে পুনর্নির্দেশিত)
উত্তর ককেশাস (ইংরেজি: North Caucasus) হচ্ছে ককেশীয় অঞ্চলের উত্তর অংশ, যা মূলত ইউরোপীয় রাশিয়ার কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যভাগের অঞ্চল। রাশিয়ার উত্তর ককেশীয় অঞ্চলের অর্থনৈতিক অঞ্চল হিসেবে নর্থ ককেশাস ইকোনমিক রিজিওন বোঝাতেও এ নামটি ব্যবহৃত হয়।
ভূ-তাত্ত্বিকভাবে, উত্তর ককেশাস বলতে বোঝায়, ককেশাসের উত্তরাঞ্চলীয় ঢালসংলগ্ন এলাকাসমূহ, এবং ককেশীয় পবর্তমালার পশ্চিম প্রান্তভাগের অঞ্চলসময়হ। সেই সাথে পশ্চিম সু নদী সংলগ্ন দক্ষিণ ঢালের এলাকা। এই এলাকাটি আজোভ সাগর এবং পশ্চিমে ক্রেচ প্রণালী, ও পূর্বে কাস্পিয়ান সাগর দ্বারা ঘেরা।
এটি ইউরোপের সবচেয়ে জাতিগতভাবে বৈচিত্র্যময় অঞ্চলগুলির মধ্যে একটি এবং এটি ৪০ টিরও বেশি স্বতন্ত্র জাতিগোষ্ঠীর আবাসস্থল।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Krag, HelenFunch (১৯৯৪-১২-১৪)। "The North Caucasus: Minorities at a Crossroads"। Report (ইংরেজি ভাষায়)।
অন্যান্য তথ্যসূত্র
সম্পাদনা- In Quest for God and Freedom: Sufi Responses to the Russian Advance in the North Caucasus By Anna Zelkina
- Russia in the Modern World: a new geography By Denis J. B. Shaw, Institute of British Geographers