উত্তরা আধুনিক মেডিকেল কলেজ

ঢাকায় অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হলো বাংলাদেশের একটি ব্যক্তিমালিকানাধীন চিকিৎসা মহাবিদ্যালয়। ঢাকার উত্তরায় স্থাপিত প্রতিষ্ঠানটি ২০০৭-০৮ শিক্ষাবর্ষে কার্যক্রম শুরু করে। এটি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত। কলেজটি পাঁচ বছর মেয়াদী কোর্স শেষে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস সনদ প্রদান করে। স্নাতক পরবর্তী এক বছরের ইন্টার্নশিপ সমস্ত স্নাতকদের জন্য বাধ্যতামূলক।[১][২]

উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল
উত্তরা আধুনিক মেডিকেল কলেজের লোগো
উত্তরা আধুনিক মেডিকেল কলেজের লোগো
প্রাক্তন নাম
বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল
ধরনব্যাক্তিমালাকানাধীন চিকিৎসা মহাবিদ্যালয়
স্থাপিত২২ জানুয়ারি ২০০৮; ১৬ বছর আগে (2008-01-22)
প্রাতিষ্ঠানিক অধিভুক্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়
চেয়ারম্যানড. আব্দুর রাজ্জাক খান, এমপি
অধ্যক্ষঅধ্যাপক ডাঃ সাব্বির আহমেদ খান
অবস্থান
সোনারগাঁও জনপথ, উত্তরা মডেল টাউন, ঢাকা
শিক্ষাঙ্গনশহর
ভাষাইংরেজি
ওয়েবসাইটuamcedu.org

ইতিহাস

সম্পাদনা

১৯৮৪ সালের মাঝামাঝি সময়ে চিকিৎসা পেশার একদল ব্যক্তির উদ্যোগে বাংলাদেশের বেসরকারী খাতে বাংলাদেশ মেডিকেল স্টাডিজ গবেষণা ইনস্টিটিউট (বিএমএসআরআই) প্রতিষ্ঠা করেন। যেটি পরবর্তীতে বাংলাদেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ বাংলাদেশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল বিএমএসআরআইয়ের নেতৃত্বে বেড়ে ওঠা প্রতিষ্ঠান। ২০০৩ সালের ১০ মার্চ 'ইনডোর' সুবিধাসহ হাসপাতাল চালু হয়। ৫০০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি এখন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে নিবন্ধিত। ২০০৭ সালে এটি বিএমএসআরআই 'উত্তরা আধুনিক মেডিকেল কলেজ' হিসেবে যাত্রা করে। কলেজটি ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত হয়।

অবকাঠামো

সম্পাদনা

কলেজ ও হাসপাতাল মোট ৮৭২৬০.০৩৫ বর্গফুট (৫ বিঘা) জমিতে অবস্থিত। প্রাঙ্গনে সাতটি কাঠামো রয়েছে যার মধ্যে একটি ১৭ তলা বিল্ডিং এবং ৩ টি বিল্ডিং রয়েছে যার মধ্যে ৫০০ রোগীর জন্য পৃথক বহির্বিভাগ, জরুরি ও আধুনিক ডায়াগনস্টিক সুবিধা রয়েছে।[৩]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. BM&DC (info@bmdc.org.bd)। "BM&DC"Bangladesh Medical & Dental Council (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১২-১০ 
  2. "উত্তরা আধুনিক মেডিকেলে ভর্তিতে 'অনিয়মই নিয়ম'!"আমাদের সময়.কম - AmaderShomoy.com। ২০২০-০৬-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৩ 
  3. "UAMC | Content"www.uamc-edu.org। সংগ্রহের তারিখ ২০২০-০৬-১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা