উত্তরাধি অরোরা আক্ষরিক অর্থে উত্তর অরোরা, ভারতের অরোরা জাতির একটি প্রধান উপগোষ্ঠী। আরবদের দ্বারা অরোর জয়ের পর, যে অরোরারা উত্তরে, লাহোরের দিকে ফিরে যায়, তাদের উত্তরাধি অরোরা বলা হয়। উত্তরাধি (পাঞ্জাবি), দক্ষিণাধি (গুজরাটি লোহানা) এবং দাহরে (সিন্ধি) হল আঞ্চলিক পার্থক্যের ভিত্তিতে অরোরা জনগণের উপ-গোষ্ঠী। [১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Singh, Kumar Suresh (১৯৯৮)। People of India: India's communities। Anthropological Survey of India। পৃষ্ঠা 126।