উত্তরাখণ্ডে কোভিড-১৯ এর বৈশ্বিক মহামারী

ভারতের উত্তরাখণ্ডে চলমান কোভিড-১৯ এর ভাইরাল বৈশ্বিক মহামারী

ভারতে ২০১৯–২০ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর প্রথম ঘটনাটি, জানুয়ারী ২০২০ সালে চীন থেকে উদ্ভূত হয়েছিল। আস্তে আস্তে মহামারীটি উত্তরাখণ্ড রাজ্য সহ বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে পড়ে। ২০২০ সালের ১৫ মার্চ এই অঞ্চলে প্রথম ঘটনাটি রেকর্ড করা হয়েছিল।

২০২০ উত্তরাখণ্ডে করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী
রোগকোভিড-১৯
ভাইরাসের প্রজাতিসার্স-কোভ-২
স্থানউত্তরাখণ্ড, ভারত
প্রথম সংক্রমণের ঘটনাদেরাদুন
আগমনের তারিখ১৫ মার্চ ২০২০
(৪ বছর, ১ মাস ও ২ দিন)[১]
উৎপত্তিউহান, হুবেই, চীন
নিশ্চিত আক্রান্ত২,৪০২ (২২ জুন ২০২০)
সক্রিয় আক্রান্ত৮৬০
সুস্থ১,৫২১ (২২ জুন ২০২০)
মৃত্যু
২১ (১২ জুন ২০২০)
মৃত্যুর হার
০.৮৭‏%
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
health.uk.gov.in

২০২০ সালের ১৪ মে, উত্তরাখণ্ডে নিশ্চিত হওয়া ঘটনার সংখ্যা ৭২, আরোগ্য লাভ করেছে ৪৬ জন এবং ১ জন আভাইরাসে ক্রান্ত হয়ে মারা যান। [২]

কোভিড-১৯ পরীক্ষা সম্পাদনা

পরীক্ষার ফলাফলের সংক্ষিপ্তসার
নমুনা সংগ্রহ ১০৭৯২
ইতিবাচক ৭০
নেতিবাচক
প্রতীক্ষিত
ইতিবাচকের %
প্রতি ১০ লক্ষ নিশ্চিত ঘটনা
পরীক্ষা প্রতি ১০ লক্ষ ১,০৭০
১৩ মে ২০২০ (2020-05-13)-এর হিসাব অনুযায়ী

আরো দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Azad, Shivani। "Coronavirus in Uttarakhand: Uttarakhand reports first coronavirus case as forest official who visited Spain tests positive | Dehradun News - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১৪ 
  2. "MoHFW-GOI"Ministry of Health and Family Welfare। ৩০ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২০