উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ

উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ, এনবিডিডি নামে পরিচিত, পশ্চিমবঙ্গ সরকারের একটি বিভাগ। এটি একটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যা মূলত উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের সাতটি জেলার প্রশাসনের জন্য দায়ী।[১]

Department of North Bengal Development
দপ্তরের রূপরেখা
যার এখতিয়ারভুক্তপশ্চিমবঙ্গ সরকার
সদর দপ্তরউত্তরকন্যা, শিলিগুড়ি
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
দপ্তরের নির্বাহী
  • Sri Ajit Ranjan Bardhan, I.A.S, Additional Principal Secretary
  • Dipak Kumar Ray,WBCS(Exe) Private Secretary
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট

মন্ত্রকীয় দল সম্পাদনা

এনবিডিডি-এর মন্ত্রী পর্যায়ের দলটির নেতৃত্বে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন বিষয়ক ক্যাবিনেট মন্ত্রী, যাকে প্রতিমন্ত্রীরা সহায়তা করতে পারেন৷ মন্ত্রীদের কার্যালয় এবং মন্ত্রণালয় পরিচালনার জন্য বেসামরিক কর্মচারীদের দায়িত্ব দেওয়া হয়।

মন্ত্রণালয়ের বর্তমান প্রধান উদয়ন গুহ এবং প্রতিমন্ত্রী হিসেবে সাবিনা ইয়াসমিন

মন্ত্রীদের তালিকা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Egiye Bangal Department of North Bengal Development"www.wb.gov.in। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০