উইলিয়াম পাওয়েল
মার্কিন অভিনেতা
উইলিয়াম হোরাশিও পাওয়েল (ইংরেজি: William Horatio Powell; ২৯ জুলাই ১৮৯২ - ৫ মার্চ ১৯৮৪)[১] ছিলেন একজন মার্কিন অভিনেতা। তিনি মেট্রো-গোল্ডউইন-মেয়ারের প্রধান তারকা ছিলেন এবং মির্না লয়ের সাথে জুটি বেঁধে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেন। তন্মধ্যে রয়েছে ড্যাশিয়েল হ্যামেটের সৃষ্ট নিক ও নোরা চার্লস চরিত্র অবলম্বনে থিন ম্যান চলচ্চিত্র ধারাবাহিক। পাওয়েল দ্য থিন ম্যান (১৯৩৪), মাই ম্যান গডফ্রি (১৯৩৬) ও লাইফ উইথ ফাদার (১৯৪৭) চলচ্চিত্রের জন্য তিনবার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
প্রারম্ভিক জীবনসম্পাদনা
পাওয়েল ১৮৯২ সালের ২৯শে জুলাই পেন্সিল্ভেনিয়া অঙ্গরাজ্যের পিট্সবার্গে জন্মগ্রহণ করেন। তার পিতা হোরাশিও ওয়ারেন পাওয়েল এবং মাতা নেটি ম্যানিলা (জন্মনাম: ব্র্যাডি)। তিনি তার পিতামাতার একমাত্র সন্তান।[২]
পুরস্কার ও সম্মাননাসম্পাদনা
- মনোনীত: শ্রেষ্ঠ অভিনেতা - দ্য থিন ম্যান (১৯৩৪)
- মনোনীত: শ্রেষ্ঠ অভিনেতা - মাই ম্যান গডফ্রি (১৯৩৬)
- মনোনীত: শ্রেষ্ঠ অভিনেতা - লাইফ উইথ ফাদার (১৯৪৭)
- নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল পুরস্কার
- বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা - লাইফ উইথ ফাদার ও দ্য সিনেটর ওয়াজ ইনডিসক্রিট (১৯৪৭)
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "William Powell"। বায়োগ্রাফি (ইংরেজি ভাষায়)। এঅ্যান্ডই টেলিভিশন নেটওয়ার্কস। ২৩ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৮।
- ↑ "William Powell | American actor"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১৮।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিমিডিয়া কমন্সে উইলিয়াম পাওয়েল সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ অক্টোবর ২০০৮ তারিখে
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে উইলিয়াম পাওয়েল (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে উইলিয়াম পাওয়েল (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে উইলিয়াম পাওয়েল (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে উইলিয়াম পাওয়েল (ইংরেজি)