উইলিয়াম গ্রিফিথস (রাজনীতিবিদ)

ব্রিটিশ রাজনীতিবিদ

উইলিয়াম গ্রিফিথস (৭ এপ্রিল ১৯১২ - ১৪ এপ্রিল ১৯৭৩) ছিলেন একজন ব্রিটিশ লেবার পার্টির রাজনীতিবিদ এবং যুক্তরাজ্যের সংসদ সদস্য।

ম্যানচেস্টারের মস সাইডে জন্মগ্রহণকারী গ্রিফিথস একজন চক্ষু বিশেষজ্ঞ এবং ব্রিটিশ অপটিক্যাল অ্যাসোসিয়েশনের একজন ফেলো হয়েছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, তিনি অষ্টম সেনাবাহিনীতে কাজ করেছিলেন [১] এবং ১৯৪৫ সালে সংসদে নির্বাচিত হওয়ার সময়ও তিনি ইউনিফর্মে ছিলেন। তিনি ১৯৪৫ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত মস সাইড এবং ১৯৪৬ থেকে ১৯৭৩ সালে তার মৃত্যু পর্যন্ত ম্যানচেস্টার এক্সচেঞ্জের সংসদ সদস্য ছিলেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Stenton, Michael; Lees, Stephen (১৯৮১)। Who's Who of British Members of Parliament। Harvester Press। পৃষ্ঠা 144। 
  2. "Labour MP dies"The Observer। ১৫ এপ্রিল ১৯৭৩। পৃষ্ঠা 3। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা