উইলসন পর্বত (আলবার্টা)

কানাডার পর্বত

উইলসন পর্বত কানাডার আলবার্টা প্রদেশেব্যানফ জাতীয় উদ্যানের অবস্থিত উত্তর সাসক্যাচুয়ান নদীর উপত্যাকা অঞ্চলের ৩,২৬০ মিটার (১০,৬৯৬ ফু) একটি পর্বত। ভৌগোলিকভাবে পর্বতটি কানাডিয় রকিজের অংশ। ৯.৮১ কিলোমিটার (৬.১০ মাইল) উত্তরপূর্বে অবস্থিত ক্লাইন পর্বত, এই পর্বতের নিকটতম পর্বত চূড়া।[৩] সাসক্যাচুয়ান ক্রসিং-এর কাছে আইসফিল্ডস পার্কওয়েডেভিড থম্পসন মহাসড়কের মিলনস্থলে উত্তর সাসক্যাচুয়ান নদী, মিস্টায়া নদী এবং হাউসে নদীর মোহনার ঠিক উত্তরে উইলসন পর্বতের অবস্থান।

উইলসন পর্বত
ডেভিড থম্পসন মহাসড়ক হতে উইলসন পর্বত ও বরফক্ষেত্র
সর্বোচ্চ বিন্দু
উচ্চতা৩,২৬০ মিটার (১০,৭০০ ফুট) [১]
সুপ্রত্যক্ষতা৭৮০ মিটার (২,৫৬০ ফুট) [১]
প্রধান শিখরক্লাইন পর্বত (৩৩৬১ মিটার)[১]
স্থানাঙ্ক৫২°০১′০৪″ উত্তর ১১৬°৪৮′০৪″ পশ্চিম / ৫২.০১৭৭৮° উত্তর ১১৬.৮০১১১° পশ্চিম / 52.01778; -116.80111[২]
ভূগোল
অবস্থানআলবার্টা,কানাডা
মূল পরিসীমাক্লাইন পর্বতমালা
কানাডিয় রকিজ
টপো মানচিত্রএনটিএস ৮৩সি/০২[২]
ভূতত্ত্ব
শিলার ধরনপাললিক শিলা
আরোহণ
প্রথম আরোহণআউটরাম ও কউফম্যান (১৯০২)[১]
সহজ পথকৌশলগত আরোহ

ইতিহাস সম্পাদনা

১৮৯৮ সালে নরম্যান কলি কানাডিয় রকিজের অভিযান চালানো অভিযাত্রী টম এডমন্ডস উইলসন (১৮৫৯-১৯৩৩)-এর সম্মানে এই পর্বতের নাম উইলসন পর্বত রাখেন।[২] ১৯০২ সালে পর্বতারোহি জেমস আউটরাম ও ক্রিশ্চিয়ান কউফম্যান সর্বপ্রথম এই পর্বত আরোহণ করেছিলেন।[১] ১৯২৪ সালে জিয়োগ্রাফিকাল নেমস বোর্ড অব কানাডা কর্তৃক আনুষ্ঠানিকভাবে উইলসন পর্বতের নাম গৃহীত হয়।[২]

ভূতত্ত্ব সম্পাদনা

ব্যানফ জাতীয় উদ্যানের অন্যান্য পর্বতের মত উইলসন পর্বত মূলত প্রাক-ক্যাম্ব্রিয়ান থেকে জুরাসিক যুগের পাললিক শিলায় গঠিত।[৪] ল্যরামাইড অরোজেনি'র মত ভূতাত্ত্বিক ঘটনা চলাকালে অগভীর সমুদ্রের পাললিক শিলা ধাক্কা দিয়ে আরো পূর্ব দিকের অপেক্ষাকৃত নবীন শিলার উপর ঠেলে দিলে এপর্বতগুলির সৃষ্টি হয়।[৫] উইলসন পর্বতের পশ্চিম এবং দক্ষিণ পৃষ্ঠ শক্তিশালী, পাথুরে খাড়ি দ্বারা চিহ্নিত, অন্যদিকে উত্তর এবং পূর্ব পৃষ্ঠ সম্প্রসারণশীল বরফের আচ্ছাদনে আবৃত যা উইলসন বরফক্ষেত্র নামে পরিচিত।

জলবায়ু সম্পাদনা

কোপেনের জলবায়ু শ্রেনীবিভাগ অনুযায়ী উইলসন পর্বত, উত্তর মেরুর ঠিক দক্ষিণে অবস্থিত ঠান্ডা, তুষারাবৃত শীত মৌসুম এবং মৃদু গ্রীষ্মকালীন জলবায়ু অঞ্চলে অবস্থিত।[৬] এখানে তাপমাত্রা সাধারণত -২০° এবং শীতল বায়ূ প্রবাহ থাকলে -৩০° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়।[৬] শীতকালে আবহাওয়ার পরিস্থিতি সিরাস মাউন্টেনের পশ্চিমদিকের ভিত্তি তথা উইপিং দেয়াল কানাডিয় রকিজের বরফ আরোহণের জন্য প্রধান অকর্ষণে পরিণত হয়। উইলসন পর্বতের বারিপাতে জমা পানি নেমে এসে সাসক্যাচুয়ান নদীর মাধ্যমে নিষ্কাশিত হয়।

পর্বত আরোহণের পথ সম্পাদনা

 
উত্তরদিক্গামী আইসফিল্ডস পার্কওয়ে থেকে উইলসন পর্বত।

উইলসন পর্বতের তুষারাবৃত আরোহণ পথগুলি (শ্রেনীসহ) -

  • ড্যান্সিং উইথ কেওস – ডাব্লিউ আই ৬[৭]
  • মিডনাইট র‍্যাম্বলার – ডাব্লিউ আই ৩[৮]
  • উইলসন মেজর – ডাব্লিউ আই ৩-৬[৮]
  • লেডি উইলসন'স রাইট টিট – ডাব্লিউ আই ৪[৮]
  • লেডি উইলসন'স ক্লিভেজ – ডাব্লিউ আই ৩[৮]
  • টোটেম পোল – ডাব্লিউ আ ৫ই[৮]
  • লিভিং ইন প্যারাডাইস – ডাব্লিউ আই ৬+[৮]
  • সানটোরি – ডাব্লিউ আই ৬[৮]
  • স্কিনি পাপি – ডাব্লিউ আই ৫[৮]
  • ফিল স্পেক্টার'স নাইটমেয়ার – ডাব্লিউ আই ৬[৮]
  • মিক্সড মন্সটার – এম৮ ডাব্লিউ আই ৫+[১]

চিত্রশালা সম্পাদনা

ভৌগোলিক অবস্থান সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Mount Wilson"Bivouac.com। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৪ 
  2. "Mount Wilson"Geographical Names Data Base. Natural Resources Canada। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৪ 
  3. "Mount Wilson, Alberta"। Peakbagger.com। 
  4. বেলিয়া, হেলেন আর. (১৯৬০)। দ্য স্টোরি অব দ্য মাউন্টেইন্স ইন দ্য ব্যানফ ন্যাশনাল পার্ক (পিডিএফ)পার্কস কানাডা হিস্টোরি ডট কম (প্রতিবেদন)। অটোয়া: জিওলজিকাল সার্ভে অব কানাডা। ২০১৫-১০-০২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৩ 
  5. Gadd, Ben (২০০৮)। Geology of the Rocky Mountains and Columbias 
  6. Peel, M. C.; Finlayson, B. L.; McMahon, T. A. (২০০৭)। "Updated world map of the Köppen−Geiger climate classification"। Hydrol. Earth Syst. Sci.11: 1633–1644। আইএসএসএন 1027-5606 
  7. Mount Wilson ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-১০-১৫ তারিখেMountain Project
  8. "Mount Wilson". SummitPost.org. http://www.summitpost.org/page/192653। সংগৃহীত হয়েছে 2018-10-14.

বহিঃসংযোগ সম্পাদনা