উইন্ডোজ হালনাগাদ (WU[]), হলো মাইক্রোসফট কর্তৃক প্রদানকৃত একটি সেবা যেটি উইন্ডোজের বিভিন্ন উপাদানগুলোর হালনাগাদ নিশ্চিত করে। উপাদানসমূহের হালনাগাদের মধ্যে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট লাইভ ইসেনশিয়াল এবং মাইক্রোসফট এক্সপ্রেশন স্টুডিও এর হালনাগাদও প্রদান করা হয়। মাইক্রোসফটের উইন্ডোজ ব্যবহারকারীরা সক্রিয় ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে মাইক্রোসফটের উইন্ডোজ আপডেট অ্যাপ্লিকেশনের মাধ্যমে উইন্ডোজের হালনাগাদসমূহ ডাউনলোড করে থাকেন। এছাড়াও ব্যবহারকারীরা মাইক্রোসফটের ওয়েবসাইট থেকেও হালনাগাদসমূহ ডাউনলোড করে ইনস্টল করার সামর্থ্য রাখেন।

উইন্ডোজ হালনাগাদ
মাইক্রোসফট উইন্ডোজের একটি উপাদান
উইন্ডোজ ৭ এ উইন্ডোজ হালনাগাদ খোঁজা।
বিস্তারিত
অন্যান্য নামসমূহMicrosoft Update
ধরণনেটওয়ার্ক সার্ভিস
অন্তর্ভুক্ত
সার্ভিস নামউইন্ডোজ আপডেট
বর্ণনাউইন্ডোজ এবং অন্যান্য প্রোগ্রামের জন্য আপডেট ডাউনলোড এবং ইনস্টলের ব্যবস্থা করা। যদি এই সেবাটি বন্ধ থাকে তাহলে ব্যবহারকারীর কম্পিউটারটি উইন্ডোজ হালনাগাদ ব্যবহার করতে পারবে না বা এটির স্বয়ংক্রিয় হালনাগাদ বৈশিষ্ট্য ব্যবহার করতে পারবে না এবং প্রোগ্রামসমূহ উইন্ডোজ আপডেট এজেন্ট এপিআই ব্যবহার করতে পারবে না।
সম্পর্কিত উপাদানসমূহ
BITS, Windows Genuine Advantage

সেবাটি উইন্ডোজের জন্য বিভিন্ন ধরনের হালনাগাদ প্রদান করে থাকে। নিরাপত্তা হালনাগাদ বা সংকটপূর্ণ হালনাগাদসমূহ বিভিন্ন ভাইরাস, ম্যালওয়্যার জনিত দূর্বলতা থেকে উইন্ডোজকে রক্ষা করে। কম গুরুত্বপূর্ণ হালনাগাদসমূহ বিভিন্ন সফটওয়্যারের উন্নতিসাধন এবং ভুল-ত্রুটিসমূহ ঠিক করে থাকে।

মাইক্রোসফট কার্যসূচি অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার নিরাপত্তা হালনাগাদ উন্মোচন করে, কিন্তু যদি খুবই গুরুত্বপূর্ণ কোন নিরাপত্তা হালনাগাদ প্রদান করার প্রয়োজন পড়ে তাহলে তা যত দ্রুত সম্ভব প্রদান করা হয়। মাইক্রোসফটের উইন্ডোজ ব্যবহারকারীরা উইন্ডোজের হালনাগাদ পদ্ধতি ঠিক করে দিতে পারেন, ব্যবহারকারীরা ইচ্ছানুযায়ী উইন্ডোজ হালনাগাদকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে হালনাগাদের ব্যবস্থা করতে পারেন কিংবা নিজে নিজে করে নিতে পারেন। তবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে হালনাগাদের জন্য ব্যবহারকারীর কম্পিউটারে সবসময় ইন্টারনেট সংযোগ থাকতে হবে।

ইতিহাস

সম্পাদনা

উইন্ডোজ হালনাগাদ ব্যবস্থা প্রথম প্রবর্তিত হয়েছিল একটি ইন্টারনেট ওয়েব সাইটের মাধ্যমে যখন উইন্ডোজ ৯৫ বাজারে ছাড়া হয়। সেসময় উইন্ডোজ হালনাগাদের একটি ঠিকানা স্টার্ট ম্যানুতে যুক্ত করা হয়েছিল যাতে করে ব্যবহারকারীরা অপারেটিং সিস্টেমের জন্য অতিরিক্ত কিছু ডাউনলোড করতে পারে। উইন্ডোজ ৯৮ এর প্রকাশের সময় উইন্ডোজ হালনাগাদ অতিরিক্ত ডেস্কটপ থিম, গেমস, যন্ত্রাংশের চালকের(Driver) হালনাগাদ এবং ঐচ্ছিক উপাদান যেমন নেটমিটিং এর ব্যবস্থা করে ছিল[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. De Clercq, Jan; Grillenmeier, Guido (২০১১)। Microsoft Windows Security Fundamentals: For Windows 2003 SP1 and R2। Digital Press। পৃষ্ঠা 185। আইএসবিএন 9780080491882। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-০৪Microsoft Update (MU) is Microsoft's follow-up service to Windows Update (WU). 
  2. Gartner, John (আগস্ট ২৪, ১৯৯৫)। "Taking Windows 98 For A Test-Drive"। TechWeb। ২০০৮-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৭-২৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা