উইকিপিডিয়া আলোচনা:সকপাপেট তদন্ত/Yogabrata Chakraborty

উইকিপেডিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে চাই

সম্পাদনা

উইকিপেডিয়ার সাহায্যে নিজের গবেষণা এগিয়ে নিয়ে যেতে অনেক অনেক সাফল্যের সিঁড়ি উতরোতে পেরেছি, পাশাপাশি সংযোজনের ক্ষেত্রে অনভিজ্ঞতার কারণে আমি অনেকের কাছেই অপরাধী রূপে দোষী সাব্যস্ত হয়েছি। যাইহোক আমি অতিমাত্রায় ক্ষমাপ্রার্থী এবং আমি আর কোনোভাবেই উইকিপেডিয়ার সাথে যুক্ত থাকতে চাই না, তাই উইকিপেডিয়ায় আমার যাবতীয় তথ্য, একাউন্ট এমনকি আমার করা যাবতীয় এডিট আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ডিলিট করে দিন। আপনাদের কাছের করজোড়ে আমার আবেদন রইলো, ধন্যবাদ --Yogabrata

"সকপাপেট তদন্ত/Yogabrata Chakraborty" প্রকল্প পাতায় ফিরুন।